কঠোর আন্দোলনের হুমকি ম্যাটস শিক্ষার্থীদের

0
875

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : চার দফা দাবি না মানলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বঙ্গবন্ধু ডিল্পোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বিডিএমএসএ)। তাদের দাবির মধ্যে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ( ১৯৭৩-৭৮) অনুযায়ী ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার অধিকার নিশ্চিত করা, মেডিকেল এডুকেশন বোর্ড নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা, ইন্টার্নশিপ ভাতা প্রদান ইত্যাদি।

ম্যাটস শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে রবিবার মানববন্ধন করে ম্যাটস শিক্ষার্থীদের সংগঠন বিডিএমএস

মানবনন্ধনে বিডিএমএস এর সাধারণ সম্পাদক সোহেল খন্দকার ফাহিম বলেন, ‘আজকের এই প্রতিবাদী মানবনন্ধন থেকে আমাদের দাবি আদায় না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

মানববন্ধনে বিডিএমএসএর সভাপতি মুরাদ হোসেন জানান, গত ২৬ এপ্রিল চার দফা দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেন বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। এ সময় নোয়াখালী, বাগেরহাট, বগুড়া ও রাজশাহীতে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পুলিশ। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। এখনো ৪৫ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here