কবি সন্তোষ কুমার দত্তের ৫৪তম জন্মদিন উদযাপিত

0
489

উত্তম চক্তবর্তী: ২৫ ফাল্গুন বহু ভাষাবিদ কবি, নাট্যকার, উপন্যাসিক, প্রবন্ধকার, গল্পকার, গীতিকার ও গবেষক কবি সন্তোষ কুমার দত্তের ৫৪তম জন্মদিন উদযাপিত হয়েছে৷১৯৭০ বঙ্গব্দের ২৫ ফাল্গুন তদানিন্তন পূর্ব পাকিস্তানের যশোহর সদর মহকুমার, মণিরামপুর থানাধীন ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের সম্ভ্রান্ত দত্ত বংশে জন্ম গ্রহন করেন এই ক্ষনজন্মা কবি৷ পিতা যোগেন্দ্র নাথ দত্ত ও মাতা অরুনা বালা দত্তের তিনি কনিষ্ঠ পুত্র সন্তান৷ শিক্ষা জীবনে মেধাবী এই কবি শৈশবেই মহাকবি মাইকেল মধুসূধন দত্তের প্রতি অতি অনুরক্ত হয়ে পড়েন এবং তাঁর সাহিত্য গুরু যাত্রা সম্রাট কবি এস. ইদ্রিসের প্রত্যক্ষ অনু প্রেরনায় ছোট বেলা থেকেই সাহিত্য র্চ্চায় মনো নিবেশ করেন৷ সাহিত্যের প্রতিটি শাখায় রয়েছে তাঁর অবাধ পদচারনা৷ কবি সন্তোষ কুমার দত্ত বহুমুখী সাহিত্য কর্মের স্বীকৃতি স্বরুপ বঙ্গমনি কবিরত্ম ও সাহিত্য উপাধিসহ ডবল স্বর্নপদক,সম্মানা, সংবধনা এবং অসংখ্য সাহিত্য পুরস্কার লাভ করেছেন৷ তিনি রাজগঞ্জ ডিগ্রী কলেজের এক জন শিক্ষক৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here