করোনার ভয়াবহতায়ও থামছে না বেনাপোলে মাদকের ব্যবসাঃ আবারও ফেনসিডিল সহ আটক-২

0
266

আশানুৱ ৱহমান আশা,বেনাপোলঃ করোনার ভয়াবহতায়ও কিছুতেই থামছে না সীমান্ত মাদকের কারবার। দিনদিন ভয়ংকর রুপ নিচ্ছে মাদক ব্যবসায়ীরা। ভিন্ন ভিন্ন পন্থায় চালিয়ে যাচ্ছে তাদের মাদকের ব্যবসা।
বেনাপোল সীমান্ত থেকে আবারও ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) বিকালে বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্টথানাধীন পুটখালি গ্রামের আলীর ছেলে লিটন (২৫) ও খড়িডাঙ্গা গ্রামের কামাল হোসেনের পুত্র মিকাইল (২০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই আলমগীর হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বেনাপোল খড়িডাঙ্গা মাঠে অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ তাদেরকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের যশোর আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ৪ দিনে শার্শা ও বেনাপোলে ২৬৬ বোতল ভারতীয় ফেনসিডিল ও দুটি মোটরসাইকেল সহ ৪ মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ও বিজিবি সদস্যরা। আর পলাতক আসামি করা হয়েছে ৩ মাদক ব্যবসায়ীকে।