করোনা ভাইরাসকে পুঁজি করে যশোর বাজারে নকল ব্লিচিং পাউডার চড়া মূল্যে বিক্রির অভিযোগ

0
333

বিশেষ প্রতিনিধি : করোনা ভাইরাসকে পুঁজি করে যশোর শহরের বড় বাজার এলাকার হার্ডওয়ার দোকানগুলিসহ বেশ কয়েকটি দোকানের মালিকেরা ব্লিচিং পাউডার নকল করে বাজারে ক্রেতাদের ঠকাচ্ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। যশোর শহরের বড় বাজার এলাকায় গড়ে ওঠা হার্ডওয়ার ও বিভিন্ন দোকানে করোনা ভাইরাসের কারণে ব্লিচিং পাউডারের কদর বেড়ে যাওয়ায় অসাধু ব্যবসায়ীরা সামান্য পরিমান ব্লিচিং পাউডারের সাথে বিভিন্ন সাদা রংয়ের পাউডার মিশিয়ে চড়াদামে বিক্রি করছে। মাস খানেক পূর্বে কেজি প্রতি ব্লিচিং পাউডারের মূল্য ৬০ টাকা খুচরা দাম থাকলেও বর্তমানে তা নকল হয়ে কেজি প্রতি ১শ’ ২০ টাকা হারে বিক্রি করছে। বাজার মনিটরিং কমিটির দায়িত্ব ও কর্তব্য অবহেলার কারণে অসাধু ব্যবসায়ীরা সম্পূর্ন নকল ব্লিচিং পাউডার আসল বলে বাজারে চড়া মূল্যে বিক্রি করছে। অবিলম্বে বাজারে অভিযান চালালে নকল ব্লিচিং পাউডার বিক্রি বন্ধ করা সম্ভব বলে কিছু পরিমান ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাগণ মনে করেন।