কর্মচারীর জীবন বাঁচাতে যশোর জেলা প্রশাসকের দৃষ্টান্ত!

0
407

নিজস্ব প্রতিবেদক : নিম্নপদস্থ এক কর্মীর জীবন বাঁচাতে সাধ্যের সবটুকুই করলেন যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল।

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর যশোরের সর্বোচ্চ চিকিৎসা সেবা এবং বিশেষায়িত হেলিকপ্টারের মাধ্যমে ঢাকা সম্মিলিত সামরিক হাসাপাতালে (সিএমএইচ) পাঠিয়ে নিয়ে গেলেন দেশের সর্বোচ্চ চিকিৎসা সেবার মাঝে।

যদিও জেলা প্রশাসনের কর্মী আব্দুল হালিম এখনও জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। খুবই জরুরি একটি অপারেশনের জন্য এখন অপেক্ষা করছেন সিএমএইচের চিকিৎসকরা। বৃহস্পতিবার দুপুরে তাকে এখানে নেয়া হয়।

যশোর সদর উপজেলার পাঁচবাড়ীয়া গ্রামের কৃষক হাশেম আলীর ছেলে আব্দুল হালিম শার্শা উপজেলা ভূমি অফিসের এমএলএসএস।

গত বুধবার প্রতিদিনের মতো অফিসের কাজ শেষ করে শার্শা বাজারের দিকে যাচ্ছিলেন আব্দুল হালিম। রাস্তা পার হবার সময় বেনাপোলের দিক থেকে বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

মাথায় প্রচণ্ড আঘাতের কারণে শুরু হয় রক্তক্ষরণ। স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল তাকে সাথে নিয়ে রাত সাড়ে ৮টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

যশোরের এনডিসি প্রীতম সাহা জানান, আব্দুল হালিমের দুর্ঘটনার খবর জানতে পেরে সাথে সাথেই জেলা প্রশাসক আব্দুল আওয়াল তার খোঁজ-খবর নেন।

চিকিৎসকরা জানান, যশোরে তার সুচিকিৎসা সম্ভব নয়। দ্রুত ঢাকায় স্থানান্তর প্রয়োজন। কিন্তু, লাইফ সাপোর্টে দিয়ে রোগী নিয়ে যাওয়ার মতো অ্যাম্বুলেন্স নেই।

শেষ ভরসা বিমান বাহিনীর বিশেষায়িত হেলিকপ্টার। কিন্তু, এভাবে তাকে ঢাকায় নেয়া পরিবারের পক্ষে প্রায় অসম্ভব।
এমন পরিস্থিতিতে আব্দুল হালিমের চিকিৎসার ভার কাঁধে তুলে নেন জেলা প্রশাসক।

ওই রাতেই দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় যশোর সিএমএইচে। সেখানে দ্রুত তাকে আইসিইউতে নেয়া হয়। সিটিস্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপর আঘাতে ক্ষরণজনিত রক্ত অপসারণ করা হয়।

পরে জেলা প্রশাসক ঢাকা সিএমএইচ থেকে বিশেষ মেডিকেল টিমের সহায়তায় বিমান বাহিনীর সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে হালিমকে হেলিকপ্টারে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন।

আব্দুল হালিমকে ঢাকা সিএমএইচে নিয়ে আইসিইউতে নিবীড় পরিচর্যার মধ্যে রাখা হয়েছে। এখন তার একটি জরুরি অপারেশন দরকার। কিন্তু, তার শারীরিক সক্ষমতা না আসায় চিকিৎসকরা অপেক্ষা করছেন।

এনডিসি প্রীতম সাহা আরও জানান, জেলা প্রশাসক দ্রুত পদক্ষেপ না নিলে হয়তো ঢাকা সিএমএইচ পর্যন্তই হালিমকে পৌঁছানো যেত না। কারণ, যশোর সিএমএইচ থেকেই চিকিৎসকরা বলেছেন, আর আধ-ঘণ্টা দেরি হলে হয়তো সে সিএমএইচে পৌঁছাতো না। যদিও এখনও হালিমের অবস্থা খুবই সঙ্কটাপন্ন। এজন্য তিনি সকলের কাছে হালিমের জন্য দোয়া চেয়েছেন।

যশোর কালেক্টরেটের নেজারত শাখার নাজির হাবিবুর রহমান হাবিব জানান, হালিমের জন্য ডিসি স্যার যা করলেন, তা আগে কেউ করেছে বলে জানা নেই।

তিনি আরও জানান, হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানোর খবরে সবাই অভিভূত। তারা এখন হালিমের জন্য দোয়া করছেন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here