কলকাতায় রাস্তার ওপর ফ্লাইওভার ধস, নিহত ৬

0
348

ম্যাগপাই নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়েছে। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে আচমকাই হুড়মুড়িয়ে ধসে পড়ে দক্ষিণ শহরতলির এই গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত সেতুটি। সেই সময় সেতুর উপর অনেক যানবাহন ছিল। ফলে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জি নিউজের খবর, এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর অসমর্থিত সূত্রে পাওয়া গেছে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছেন কয়েকজন। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছেন বহু মানুষ। তাঁদের উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ ও সেনবাহিনীর সদস্যরা।

খবরে আরও বলা হয়, বহু মোটরসাইকে আরোহী ব্রিজের নীচে চাপা পড়ে থাকার খবর পাওয়া গেছে। ব্রিজের বিভিন্ন বিন ও পিলারের সাহায্যে ভেঙে পড়া অংশে সাপোর্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে ব্রিজের বাকি অংশটাও ভেঙে না পড়ে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পৌরসভার কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ প্রবল আওয়াজে সেতুর মাঝের অংশ ভেঙে পড়ে। সেতুর উপরে যানবাহনগুলো ছিটকে পড়ে। বাস এবং বিভিন্ন গাড়ি-বাইকের আরোহীরা গুরুতর আহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here