কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট ইভান দুকো

0
470

ম্যাগপাই নিউজ ডেস্ক : লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির কনজারভেটিভ নেতা ইভান দুকো। ৫৪ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী গুস্তাভো পেত্রোকে হারিয়েছেন এই নতুন নেতা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এই জয়ের ফলে ফার্ক বিদ্রোহীদের সঙ্গে সরকারের ঐতিহাসিক শান্তিচুক্তি নিয়ে আলোচনা সামনে এসেছে।

দুকোকে সমর্থন করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিব। বিবিসি জানায়, ভান ডুকে কোনও পরিচিত রাজনীতিবিদ নন। সাবেক প্রেসিডেন্ট আলবারো উরিবের পরামর্শ ও সমর্থনে তিনি তিনি ২০১৪ সালে সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছিলেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের ‘ইন্টার আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংকে’ কাজ করতেন। তিনি কর হার হ্রাস ও বিনিয়োগ বাড়ানোর জন্য চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন। ব্যবসায়ীদের কাছে তিনিই প্রথম পছন্দ। ডুকে পেত্রোর সমালোচনায় চ্যাভেজের নাম নিয়ে এসেছেন সামনে। তার নির্বাচনি প্রচারণার জন্য টাঙানো বিলবোর্ডে লেখা হয়েছে, ডুকেকে ভোট না দিলে কলম্বিয়া আরেকটা ভেনেজুয়েলা হয়ে যাবে। এমন প্রচারণার কারণ, সমাজতন্ত্রী পেত্রো প্রকাশ্যে হুগো চ্যাভেজের প্রশংসা করেছিলেন। কলম্বিয়ার সরকার জানিয়েছে, গত ১৫ মাসে ভেনেজুয়েলা থেকে প্রায় ১০ লাখ মানুষ কলম্বিয়ায় আশ্রয় নিয়েছে। ডুকের সমালোচকরা অভিযোগ করেছেন, তিনি আসলে সাবেক প্রেসিডেন্ট উরিবের হাতের পুতুল। ডুকে প্রেসিডেন্ট হলে কার্যত উরিবেই সব সিদ্ধান্ত নেবেন।

ট্যাক্স কমিয়ে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দেওয়ায় দুকোকে অর্থনীতি ও বাণিজ্যবান্ধব নেতা মনে করা হচ্ছে।

অন্যদিকে পেত্রো ছিলেন বামপন্থি। তবে তিনি ৫০০ ডলার দামের জুতা পরেন। রয়টার্স লিখেছে, এমন ‘বিলাসী’ জীবনযাপন সত্ত্বেও না তো ভোটাররা তার কাছ থেকে দূরে সরে গিয়েছে, আর না তো তিনি তার লক্ষ্য থেকে সরে গিয়েছেন। এক রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মজা করে মন্তব্য করেছেন, ‘আমি বাম ঘরানার মানুষ বলে কি আমাকে চপ্পল পরতে হবে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here