কামাল-রব মান্নারা কি করতে চান, কি করতে পারবেন: প্রশ্ন প্রধানমন্ত্রীর

0
428

নিজস্ব প্রতিবেদক : বিএনপি, গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্যসহ রাজপথে আন্দোলনরত বিরোধী দলগুলো গতকাল যে ‘জাতীয় ঐক্য ফ্রন্ট’ ঘোষণা দিয়েছে তা নিয়ে আজ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাদারীপুরের শিবচরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় আজ বিকেলে প্রধানমন্ত্রী বলেন, ড. কামাল হোসেনকে আমরাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী বলে উল্লেখ করেছি। সেই ড. কামাল হোসেন নৌকা ছেড়ে ধানের শীষ ধরেছেন। যে ধানের শীষে ধান নেই আছে চিটা।

শেখ হাসিনা বলেন, তিনি (ড. কামাল) বিএনপি-জামায়াতের সঙ্গে জোট করেছেন, তার সঙ্গে আ স ম আবদুর রব ও মাহমুদুর রহমান মান্নাসহ কিছু খুরচা ও আধুলিও রয়েছে। শেখ হাসিনা প্রশ্ন রেখে বলেন, তারা কি করতে চান, কি করতে পারবেন?

নিজের ক্ষমতার আমলে বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন নৌকা মানেই উন্নয়ন। তিনি আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা ভোট দেয়ার আহ্বান জানান। উপস্থিতি জনসাধারণকে নৌকা মার্কায় ভোট দিতে হাত জাগিয়ে ওয়াদাও নেন শেখ হাসিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here