কালিয়ায় সার ডিলারের জরিমানা

0
426

নিজস্ব প্রতিবেদক
নড়াইলের কালিয়ায় এম হাসান পলাশ নামে এক সার ডিলারকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে ইউরিয়া সার বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২২ সেপ্টেম্বর) রাতে কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদার কার্যালয়ে স্থাপিত আদালতে ওই জরিমানর আদেশ দেন। সে উপজেলার মহাজন বাজারের ফারিয়া এন্টারপ্রাইজের মালিক ও ইসলামপুর গ্রামের মো. মোকছেদ মোল্যার ছেলে ।
পুলিশ জানায়, উপজেলার মাউলী ইউনিয়নের সরকার নির্ধারিত ওই সার ডিলার ইউরিয়া সার ৫০ কেজির প্রতিবস্তা সরকার নির্ধারিত বিক্রয় মূল্য ৮০০ টাকার স্থলে ৯২০ টাকা হারে বিক্রি করার সময় কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদার নিকট হাতেনাতে ধরা পড়লে তিনি তাকে পুলিশে সপর্দ করেন। পুলিশ পরবর্তীতে তাকে ওই রাত ৮ টার দিকে ইউএনওর কার্যালয়ে স্থাপিত ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here