কালীগঞ্জে ৫ শতাধিক টেলিফোন খারাপ ভাল হবে কবে?

0
688

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ : ঝিনাইদহ কালীগঞ্জে পাচ শতাধিক টেলিফোন যান্ত্রিক ত্রুটির কারনে বিকল হয়ে পড়েছে । কবে কখন ঠিক হবে তা কর্তৃপক্ষ বলতে পারছে না । টেলিফোন খারাপ থাকার কারনে সাধারন গ্রাহকরা পড়েছে মহা বিপাকে। কালীগঞ্জ টেলিফোন অফিসে যোগাযোগ করে জানা যায়, শুক্রবার সকাল থেকে পাঁচ শতাধিক টেলিফোন খারাপ হয়ে যায়। অনেক চেষ্টা করে কর্তৃপক্ষ সচল করতে পারছে না। কর্তৃপক্ষ বলছে অফিসের সামনে বিদ্যুতের ট্রান্সমিটারের তেল হঠাত করে পড়ে গেলে সব টেলিফোন বিকল হয়ে পড়ে। এছাড়া অফিসের সুইজ রুমে ও বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। গ্রাহকরা টেলিফোন দিয়ে যোগাযোগ করতে পারছে না। অফিসের কর্মরতরা বলছেন কবে ও কখন টেলিফোন ভাল হবে তারা তা বলতে পারছে না । ঝিনাইদহ ও খুলনা থেকে টেকনিশিয়ান আসার পরে মেরামতের কাজ শুরু করবে তার পরে বুঝা যাবে সমস্যার কথা। কালীগঞ্জ টেলিফোন অফিসের কর্মরত অপারেটররা কেউ ঠিক মত অফিস না করে বাসায় ও ঘুরে বেড়ায়। তারা অধিক সময় লাইনম্যান দিয়ে বোর্ডে বসিয়ে থাকেন।

আবার নাইট ডিউটি হলে তো অপারেটররা কেউ নাইট ডিউটি করে না।অনেকে অফিসে তালা দিয়ে চোলে জায় আবার কেউ লাইনম্যান কে বোর্ড বসিয়ে রেখে বাড়িতে চলে জান। কালীগঞ্জ টেলিফোন অফিস টি চলছে খুড়িয়ে খুুড়িয়ে ও হাতুড়ি ডাক্তারের মত। সাধারন গ্রাহকের টেলিফোন খারাপ হলে, অফিসে জানানোর পর ও ৩ থেকে ৫ দিন পরে মেরামত করা হয়। শুক্রবার সকাল থেকে অফিসে কার দেখা পাওয়া যাচ্ছে না । শুধু মাত্র লাইন সাহায্যকারি ঘুরা ফেরা করছে। শুক্রবার সকাল থেকে কালীগঞ্জের ৫ শতাধিক টেলিফোন খারাপ থাকার পর ও র্কৃপক্ষের কোন মাথা ব্যাথা নেই। অফিস বন্ধ করে যে কার মত ঘুরে বেড়াচ্ছে। অবশেষে পাওয়া গেল লাইন সাহায্য কারি আশরাফ কে। তিনি বলেন সব টেলিফোন খারাপ হয়ে গেছে, কবে কখন ঠিক হবে তা বলা যাচ্ছে না। বিদ্যুতের ট্রান্সমিটারে তেল ভর্তি করা হয়েছে। এখন অফিসের সুইজ রুমে কোথায় কি সমস্যা হয়েছে তা টেকনিশিয়ানরা এসে দেখলে বুঝা যাবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here