কুরবানিকে সামনে রেখে রাজগঞ্জে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামার মালিকরা

0
293

উওম চক্রবর্তী,মনিরামপুর(যশোর)অফিস: কুরবানিকে সামনে রেখে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামার মালিকরা৷দেশীয় খামারের ওপর নির্ভর করে পশু কুরবানির উপযুক্ত করার কাজ করছেন তারা৷খামারীরা বলছেন,ভারতীয় গরু না আসলে এবার দেশীয় গরু লাভজনক দামে বিক্রি করা যাবে৷উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটী ইউনিয়নের মোবারকপুর খাঁনপাড়া গ্রামের গরুর খামার মালিক যুবলীগের আহবায়ক এম এম ইমরান খান পান্না বলেন,এখানে প্রধানত সাহিয়াল,সিন্দি ও জার্সি জাতীয় গরু পালন করি৷আমরা কোন বৈজ্ঞানিক ও প্রক্রিয়াজাত খাবার ব্যবহার করি না৷স্বাভাবিকভাবে স্থানীয় খাবার ব্যবহার করি৷গো খাদ্য হিসাবে খড়,ভুট্টার গুড়া,সোয়াবিনের খৈল,ডাল,ভুষি,নারকেলের খৈলসহ ইত্যাদি খাওয়াই৷এবার আমার খামারে ৩৫টি গরু আছে৷ভারতীয় গরু না আসলে কুরবানির ঈদ বাজারে ভাল দাম পাবো৷গত বছরের তুলনায় এবার বেশি লাভ হবে আশা করছেন এই খামারের মালিক৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here