কৃষকের অ্যাপ ব্যবহারের উদ্বুদ্ধকরণের জন্য মিউজিক ভিডিও হস্তান্তর

0
331

বিশেষ প্রতিনিধি : কৃষকের জন্য সরকারের উদ্ভাবনী উদ্যোগ ডিজিটাল পদ্ধতিতে খাদ্য শস্য সংগ্রহ করা হচ্ছে কৃষকের অ্যাপ। কর্মসূচিতে কৃষকদের সম্পৃক্ত করতে প্রচারণায় লোকজ সংস্কৃতি ব্যবহারের ভাবনা থেকে তৈরি করা হয়েছে কৃষকের অ্যাপ নিয়ে একটি মিউজিক ভিডিও।
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা এস এম আরিফুজ্জামানের রচনা ও পরিকল্পনায় নির্মিত হয়েছে ভিডিওটি। খ্যাতিমান সুরকার শাহ আলম সরকারের জনপ্রিয় সুর আর এস এম আরিফুজ্জামানের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন যশোরের উদীয়মান দু’কণ্ঠ শিল্পী স্বরোজিৎ মন্ডল ও সালভিয়া আফরোজ জয়ী। সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি আপলোড হওয়ার পর ব্যাপক সাড়া ফেলেছে।
‘ভাইজান গো সবাই শুনে যান, কৃষকের অ্যাপে এবার সরকার কিনবে ধান’ গানটি এখন সবার মুখে মুখে। প্রচারণার জন্য আনুষ্ঠানিক ভাবে সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইব্রাহীমের কাছে মিউজিক ভিডিওর সিডি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভিডিও’র কণ্ঠশিল্পী স্বরোজিৎ মন্ডল ও সালভিয়া আফরোজ জয়ী।