কৃষকের উৎপাদিত ফসল্যের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতের ছাত্র অধিকার সংগ্রাম পরিষদের মানব বন্ধন

0
325

বিশেষ প্রতিনিধি : মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এই মানববন্ধন করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংগ্রাম পরিষদ যশোর জেলা শাখা।
মানববন্ধন চলাকালে সংগঠনের আহ্বায়ক আফরোজা সুলতানা মৌ বলেন, এদেশের কৃষক হাড়ভাঙ্গা পরিশ্রম করেও তার ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। অথচ মধ্যস্বত্বভোগীরা বিনা পরিশ্রমে এই কৃষকদের ফসলের মূল্য শোষণ করে রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছে। তাই দেশের কৃষি ও কৃষককে বাঁচাতে দ্রুত উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। এজন্য কৃষি উপকরণের দাম কমাতে হবে।মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হৃাস করতে হবে। কৃষকদের সহজ শর্তে ঋণ দিতে হবে এবং প্রকৃত কৃষকদের মাঝে ভাতা প্রদানের ব্যবস্থা করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here