কেকেএসপি কপিলমুনির কাছে ৩-২ গোলে পাটকেলঘাটা থানা ফুটবল একাদশ পরিজিত

0
416

মো. রিপন হোসাইন,পাটকেলঘাটা : ‘মাদককে না বলুন এই ম্লোগানকে সামনে রেখে ব্যাপক জাকজমকপূর্ন উৎসব মুখর
পরিবেশে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে পাটকেলঘাটা ফুটবল ময়দানে এতিহ্যবাহী
পাটকেলঘাটা যুবক্রীড়া ক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু স্মৃতি ৮দলীয় ফুটবল
টুন্ধসঢ়র্;ামেন্ট’র ফাইনাল খেলা রবিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। সরুলিয়া
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে ও
পাটকেলঘাটা যুবক্রীড়া ক্লাবের সভাপতি সাংবাদিক আবু হোসেন পরিচালনায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান
লিপু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের
সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান,উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটি’র
আহবায়ক মফিদুল ইসলাম,তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহবুবু
হোসেন মিন্টু, ইউপি সদস্য পরিতোষ দাশ, মনিরুজ্জানাম মনি,সরুলিয়া ইউনিয়ন
আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও যুবক্রীড়া ক্লাবের সহ-সভাপতি মাহফুজুর
রহমান মধু,পাটকেলঘাটা যুবক্রীড়া ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক রিপন
হোসাইন, সাবেক কৃতি ফুটবলার উদয় ঘোষ, প্রেস কøাবের সভাপতি জহরুল
হক,সম্পাদক আব্দুল মতিন,সাংবাদিক ইয়াছিন আলি, সাংবাদিক আমিনুর রহমান
সোহাগ, শেখ টিপু, ব্যবসায়ী মকবুল হোসেন, ইউপি সদস্য হাফিজুর ইসলাম ধারাভাষ্য
হিসেবে ছিলেন শ্ধিসঢ়;ক্ষক ওলিউল ইসলাম ও আব্দুল কুদুস, খেলাটি পরিচালনা করেন সামু
চেীধুরী। খেলাটি নির্ধারিত সময়ে মধ্যে দুই দলই ১-১ গোল করে ড্র করে। পরবর্তিতে
টাইব্রেকারের মাধ্যমে ৩-২ গোলে কপিলমুনী একাদশ -পাটকেলঘাটা ঘাটা থানা ফুটবল
একাদশকে পরাজিত করে । খেলা শেষে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ানদের২১ইঞ্চি কালার
টেলিভিশন ও রার্নাস-আপদের মাঝে ১৪ ইঞ্চি কালার টেলিভিশন পুরস্কার প্রদান করেন ।
অপরদিকে সেরা প্লেয়ার হিসেবে ভূষিত হন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ
রেজাউল ইসলাম রেজা,ম্যাচ সেরা হিসেবে ভূষিত হন কামরুল ইসলাম, সেরা গোলকিপার
মিন্টু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here