কেশবপুরের পাথরা টু পাঁজিয়া ভায়া কৃষ্ণনগর সড়ক চলাচালের অযোগ্য ॥ জরুরী ভিত্তিতে পাঁকাকরণ দাবী

0
443


কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরের পাথরা বাঁধের মাথা টু পাঁজিয়া ভায়া কৃষ্ণনগর সড়ক একাবেরেই চলাচালের অযোগ্য হয়ে পড়েছে। জরুরী ভিত্তিতে পাঁকাকরণ দাবী জানিয়েছে ভুক্তভোগি ১০ গ্রামের মানুষ।
এলাকাবাসি সূত্রে জানাগেছে, উপজেলার পাথরা বাঁধের মাথা হয়ে কৃষ্ণনগর দূর্গা মন্দির ভায়া ধলায়তলা মহাশশ্মশান হয়ে পাঁজিয়া দূর্গামন্দির পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তা দিয়ে চুয়াডাঙ্গা, পাথরা, কুষ্ণনগর, বুড়–লি, মাদারডাঙ্গা, পাথরঘাটা, বাগডাঙ্গা, পাঁজিয়া-সহ ১০ গ্রাম-সহ হাজার হাজার মানুষ চলাচল করে। তাছাড়া ঐ রাস্তা দিয়ে চুয়াডাঙ্গা কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। বর্তমানে রাস্তাটি একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পাথরা বাঁধের মাথা হয়ে কৃষ্ণনগর দূর্গা মন্দির ভায়া ধলায়তলা মহাশশ্মশান হয়ে পাঁজিয়া দূর্গামন্দির পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তা জরুরী ভিত্তিতে পাঁকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন ঐ এলাকার হাজার হাজার ভুক্তভোগি মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here