কেশবপুরে খ্রিষ্টান সম্প্রদায়ের সংবাদ সম্মেলন

0
553

উৎপল দে,কেশবপুর : যশোরের কেশবপুরে খ্রিষ্টভক্তদের উপাসনালয় নির্মান ও জনহিতকর কার্যক্রম অব্যাহত রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন খ্রিষ্টিয়ান আউটরিচ সেন্টার ফাউন্ডেশন অব বাংলাদেশ। রোববার কেশবপুর প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেচে। লিখিত বক্তব্য পাঠ করেন ওই সংগঠনের কেশবপুর শাখার সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন সরকার।
লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, বিগত ৪০ বছর আগে কেশবপুর শহরের অনন্ত সাহা স্মৃতি সড়ক সংলগ্ন সাহাপাড়ায় নিজস্ব ৮৪ শতক জমির ওপর খ্রিষ্টিয়ান আউটরিচ সেন্টার ফাউন্ডেশন অব বাংলাদেশ এর কেশবপুর শাখা স্থাপিত হয়। সেই থেকে ওই মিশনের বিশ্বাসীগণ ধর্ম পালন, দুস্থ অনাথ শিশু ও অসহায় মানুষের আতœ কর্মসংস্থান মূলক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে আসছে। বিগত ১৫/২০ বছর ধরে সাহাপাড়ায় জলাবদ্ধতার কারণে ওই মিশনসহ ভবনটি মারাতœকভাবে ক্ষতিগ্রস্থ হয়। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় কেশবপুর পৌরসভার বিগত ও বর্তমান মেয়র ভবনটি বসবাসের অযোগ্য ও পরিত্যাক্ত ঘোষণা করে ভেঙে ফেলার আদেশ দেয়। ফলে মিশনের কার্যক্রম ও অসহায় শিশুদের এতিমখানা সাময়িকভাবে যশোর শহরে স্থানান্তর করা হয়। এমতাবস্থায় খ্রিষ্টভক্তদের উপাশনালয় নির্মাণ ও জনহিতকর কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে মিশনটির ভবন পুননির্মান করার জন্য পুরাতন ভবন ভেঙ্গে ফেলা হয়। কিন্তু স্থানটি নীচু হওয়ায় মিশন কম্পাউন্ডে বালি ও মাটি দিয়ে ভরাটের উদ্যোগ নেয়া হয়। পৌর কর্তৃপক্ষ বালি মাটির বহনে ভারী ট্রাক বা লরির জন্য অনন্ত সাহা সড়ক ব্যবহারের অনুমতি না দেওয়ায় মিশন কর্তৃপক্ষ বাধ্য হয়ে বিকল্প ব্যবস্থা গ্রহন করে। সড়কের ক্ষতি ও জনসমস্যা এড়ানোর জন্য খুলনা থেকে বালু ক্রয় করে ব্যয় বহুল পদ্ধতিতে পার্শ্ববর্তী খোজাখালে ফেলে ওই বালু পাইপ লাইনের মাধ্যমে মিশন কম্পাউন্ডে দিয়ে ভরাট কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় স্থানীয় পত্র পত্রিকায় ভূ-গর্ভ থেকে বালু উত্তোলন করা হচ্ছে বলে সংবাদ প্রকাশিত হলে প্রশাসন পাইপ লাইনের মাধ্যমে বালু ও মাটি মিশন কম্পাউন্ডে ভরাটের কাজ বন্ধ করে দেয়। সেই থেকে ওই মিশনের ভবন নির্মান কার্যক্রম বন্ধ রয়েছে। এমতাবস্থায় ওই মিশন কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনের মাধ্যমে ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজের ধারা অব্যাহত রাখার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, খ্রিষ্টিয়ান আউটরিচ সেন্টার ফাউন্ডেশন অব বাংলাদেশ এর কেশবপুর শাখার ভাইস চেয়ারম্যান সুভাষ সরকার, সদস্য যিশাও মন্ডল, রুবেন সরকার, যোহন সিংহ ও শংকর সরকার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here