কেশবপুরে জমে উঠেছে কোরবানীর পশু হাট ॥ বেড়েছে দেশী গরুর কদর

0
496

উৎপল দে, কেশবপুর : যশোরের কেশবপুরে ঈদকে সামনে রেখে জমে উঠেছে কোরবানী পশুর হাট। কেশবপুর ও সরসকাটি পশুহাটসহ উপজেলার সাতবাড়িয়া, চিংড়া, বগা, ভান্ডারখোলা বাজারসহ মোট ৬টি পশুর হাট বসেছে। এসব হাট ঘুরে দেখা গেছে, যথেষ্ট পরিমানে দেশী গরুর বাজারে রয়েছে। উপজেলা সদরের হাটে শুধু দেশীয় খামারে পালিত গরু, মহিষ, ছাগল, ভেড়ায় পরিপুর্ণ হয়ে গেছে। কেশবপুরে সপ্তাহের সোমবার ও বুধবার পশু হাট বসছে। প্রতি বাজারের দিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের জমজমাট বেচা-বিক্রি হচ্ছে। উপজেলা সদরের পশুহাট মালিক মোঃ তরিকুল ইসলাম বলেন অন্য বারের তুলনায় এবার প্রচুর পরিমানের দেশী গরু ছাগল ও মহিষ ভেড়া আমদানি হয়েছে। বেচা বিক্রিও অনেক বেশী। কেশবপুরের পশুহাটি অনেক পুরাতন একটি হাট। এটি যশোর সাতক্ষীরাসহ দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পশুহাট হিসাবে পরিচিত। তাছাড়া জাল টাকা সনাক্ত করণ মেশিন থাকাসহ বাজারের আইনশৃংখলা পরিস্থিতি ভালো থাকায় দুর-দুরান্ত থেকে ক্রেতা-বিক্রেতারগণ আসছে এবং নির্ভয়ে বেচা-কেনা করছে। প্রতিদিন দেড় হাজার থেকে ২ হাজার গরু বিক্রি হচ্ছে। ৩০ হাজার টাকা থেকে ৩ লক্ষ টাকা দামের গরু বাজারে এসছে। গ্রামগঞ্জের মানুষ শেষ মুহুর্তে কেনা-কাটা করে থাকে। তাই শেষ মুহুর্তে আরো বেশী পশু বিক্রি হওয়া এবং বাজার আরো জমজমাট হওয়ার আশা করছেন তিনি। উপজেলার ভরতবায়না থেকে আসা গরু ব্যাবসায়ী আব্দুল করিম বলেন বাজারে ভারতীয় গরু না থাকায় দেশী গরু বিক্রি বেড়েছে। কেশবপুরের অনেক নিম্ন আয়ের মানুষ গরু পুষে বেশ লাভবান হয়েছেন। তারা কোরনবানীর গরু বিক্রি করে নিজেরা সে টাকা থেকে পছন্দ মতো বাছুর ক্রয় করে ঘরে ফিরছেন। কেশবপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্যাহ সাংবাদিকদের জানান, ঈদ উপলক্ষ্যে গোটা কেশবপুরে বাড়তি সতর্কতা নেয়া হয়েছে। ছাড়া হাট বাজার থেকে মানুষ যাতে নিরাপদে নিজ গন্তব্যে পৌছাতে পারেন সে দিকে কঠোর নজরদারি করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here