কেশবপুরে জালাবদ্ধতা নিরসনে ৩টি খাল খননের কাজ উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

0
445

কেশবপুর প্রতিনিধি : শুক্রবার সকালে যশোরের কেশবপুরে জলাবদ্ধতা নিরসনে ৩টি খাল খননের কাজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এবং বৃহত্তর খুলনা ও যশোর জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে ২৭ লাখ টাকা ব্যায়ে উপজেলার শ্রীফলা খাল-সহ ৩টি খাল প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে পুনঃখননের কাজ উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। বিএডিসি যশোর রিজিয়নের প্রকৌশলী মাহাবুব আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর খুলনা ও যশোর জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল রশিদ ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বক্তব্য রাখেন মজিদপুর ইউপি চেয়ারম্যান আবু বকর আবু ও সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুল হালিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here