কেশবপুরে নাশকতা মামলার আসামীকে বিজয়ী করতে ঘাপটি মেরে থাকা জামায়াত বিএনপি একাট্টা

0
313

মজিদপুর ইউনিয়ন পিরষদের উপনির্বাচন

শেখ শাহীন, কেশবপুর (যশোর) : আগামী ২৭ জুলাই যশোরের কেশবপুরের মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন। এ নির্বাচনে যখন উপজেলা আওয়ামীলীগের সভাপতির নেতৃত্বে নেতাকর্মীরা নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধ, ঠিক তখনই একাধিক নাশকতা মামলার আসামী, জামায়াত-বিএনপির অর্থ যোগানদাতা হুমায়ুন কবীর পলাশকে বিজয়ী করতে ঘাপটি মেরে থাকা জামায়াত বিএনপিরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। এ অবস্থা চলতে থাকলে নির্বাচনী মাঠে ব্যাপক সহিংসতার আশঙ্কা করছেন আওয়ামীলীগের তৃণমূলের নেতা-কর্মীরা।
জানা গেছে, গত বছরের ১৮ সেপ্টম্বর মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আবুবকর আবুকে সন্ত্রাসীরা হত্যা করে লাশ কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়। এ হত্যাকান্ডের দীর্ঘ ৯ মাস পর ওই ইউনিয়নের উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন, আওয়ামীলীগ সমর্থিত মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবীর পলাশ। এ পদের নির্বাচন থেকে আওয়ামীলীগের অপর ২ প্রার্থী সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম ও আব্দুল হালিম শেষ সময়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় নির্বাচনী মাঠ জমে উঠেছে।
দলের একাধিক নেতা কর্মী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ওই ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ বিরোধী হওয়ায় ইউনিয়নটি বর্তমান সরকারের উন্নয়নসহ সরকারের দেয়া সুযোগ সুবিধা থেকে আওয়ামীলীগ নেতা কর্মীরা বঞ্চিত। তাই ওই ইউনিয়নের চেয়ারম্যান পদটি পুণরুদ্ধারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌরসভার মেয়র রফিকুল ইসলামসহ দলের শীর্ষস্থানীয় নেতা-কর্মীরা প্রতিদিন পথসভা, উঠান বৈঠক, গণসংযোগ করে সরকারের উন্নয়নের কথা ভোটারদের সামনে তুলে ধরছেন। অপর দিকে নৌকা বিরোধীদের মদদে দীর্ঘদিন ঘাপটি মেরে থাকা জামায়াত বিএনপির সনত্রাসীরা ঐক্যবদ্ধ হয়ে একাধিক নাশকতা মামলার আসামী, জামায়াত-বিএনপির অর্থ যোগানদাতা হুমায়ুন কবীর পলাশকে বিজয়ী করতে সন্ধ্যার পর থেকে গভীর রাত অবধি নির্বাচনী মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন। এরপরও নির্বাচনী প্রচারনায় এগিয়ে রয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী গাজী গোলাম সরোয়ার।
এ ব্যাপারে গাজী গোলাম সরোয়ার বলেন, তিনি দীর্ঘদিন ধরে উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। উপজেলা যুবলীগেরও সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমান তিনি মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে বলে তিনি আশাবাদি। ভোট নিরপেক্ষ হলে হুমায়ুন কবীর পলাশ বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
। স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবীর পলাশের নামে ২০১৬ সালের ৩০ মে বিশেষ ক্ষমতা আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে। যার নং-৩৩/১৬ ও মামলা নং-২১। তাং- ৩০/৮/১৭।
কেশবপুর থানার ওসি মো. শাহিন বলেন, ওই ইউনিয়নের ভোট যাতে নিরপেক্ষ হয় তার সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রশিদ বলেন, উপনির্বাচনে ভোট নিরপেক্ষ হবে। এ ব্যাপারে ইতোমধ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভাও করা হয়েছে। ওই ইউনিয়নের মোট ভোটার ১৭ হাজার ৬১৫ জন। এরমধ্যে পুরুষ- ৮ হাজার ৮৪৩ জন, মহিলা ভোটার ৮ হাজার ৭৭২ জন। আগামী ২৭ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here