কেশবপুরে পানের বরজে আগুন লক্ষাধিক টাকার ক্ষতি

0
311

উৎপল দে,কেশবপুর : যশোরের কেশবপুরে কপোতাক্ষ তীরবর্তী কোমরপোল গ্রামে এক কৃষকের পানের বরজে দূর্বৃত্তরা আগুন দিয়ে লক্ষাধিক টাকার পান পুড়িয়ে নষ্ট করে দিয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ বরজ মালিক হাসান আলী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৪ সালে কোমরপোল গ্রামের মোবারেক মোড়লের ছেলে হাসান আলী গ্রামের গাজীপাড়া মাঠে ৩২ শতক জমিতে পানের বরজ করে পরিচর্যা করে আসছেন। পান ওঠা পর্যন্ত তিনি কয়েক লাখ টাকা খরচ করেছেন। ওই বরজের পান বিক্রি করে চলে তার সংসার। শনিবার সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে দূর্বৃত্তরা তার পানের বরজে আগুন ধরিয়ে দেয়। এ সময় আগুন দেখে এলাকার অর্ধশত লোক প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ওই বরজ মালিক লক্ষাধিক টাকার ক্ষতির সন্মুখীন হন।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু সাঈদ সাংবাদিকদেও বলেন, পানের বরজে আগুন লাগানোর ঘটনায় অভিযোগ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেয়া হবে।