কেশবপুরে প্রবীনদের মাঝে সমাধানের শীতবস্ত্র বিতরণ

0
332

নিজস্ব প্রতিবেদক : কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নে সমাধানের বাস্তবায়নে প্রবীন জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় প্রবীনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পাঁজিয়া ইউনিয়ন প্রবীন কমিটির সভাপতি অধ্যাপক কফিল উদ্দিনের সভাপতিত্বে ও সমাধানের প্রোগ্রাম অফিসার রম্য উপস্থাপন ছড়াকার মুনছুর আলীর সঞ্চালনায় সাতাইশকাটি-ব্রম্মনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহায়তায় প্রধান অতিথি হিসাবে প্রবীনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাধানের উপ-পরিচালক আবু জাফর মাতুব্বর, উপ-পরিচালক শাহাদাৎ হোসেন, সহ-পরিচালক সফিউল ইসলাস, ইউনিয়ন সমন্বয়কারী আশরাফুজ্জামান, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, বাগডাঙ্গা প্রবীন কমিটির সভাপতি প্রভাত রঞ্জন রায় প্রমুখ। অনুষ্ঠানে ৬৪ জন প্রবীন পুরুষের মাঝে চাদর ও ৮৫ জন প্রবীন মহিলার মাঝে কম্বল এবং বেলকাটি গ্রামের ১শত ১১ বছর বয়সী আব্দুর রহিম বক্স দফাদারকে ইউনিয়নের সর্বোচ্চ বয়স্ক ব্যক্তি হিসাবে সংবর্ধনা প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here