কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৪৬ তম মৃত্যু বার্ষিকী পালিত

0
521

উৎপল দে, নিজস্ব প্রতিবেদক : বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবক্তা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৪৬ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার সন্ধ্যায় মধুসূদন একাডেমীর আয়েজনে কেশবপুর প্রেসক্লাব হল রুমে একাডেমীর পরিচালক কবি খসরু পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম। মুখ্য আলোাচক হিসেবে আলোচনায় অংশ নেন খুলনা বিশ্ববিদ্যালয় এর বাংলা ডিসিপি¬ন বিভাগের সহযোগি অধ্যাপক ড.তানভির দুলাল । আরও বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মণিমোহন ধর, অ্যাডভোটে আবু বক্কার সিদ্দিকী,কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, প্রভাষক কানাই লাল ভট্টাচার্য . কবি মকবুল মাহফুজ । স্মরণ সভায় মধুসুদন একাডেমী পদক প্রদান করা হয় কলকাতা সাংস্কৃতিক খবর পত্রিকার সম্পাদক কবি কাজল চক্রবর্ত্তীকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here