কেশবপুরে শিক্ষার্থীদের হাত ধোয়া প্রশিক্ষনের প্রদর্শনী র‌্যালী অনুষ্ঠিত

0
268

বিশেষ প্রতিনিধি : হাত ধোব নিয়মিত, থাকব সবাই স্বাস্থ্য সম্মত এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়া প্রশিক্ষনের প্রদর্শনী, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত উপায়ে হাত ধোয়ার প্রশিক্ষণ দেয়া হয়। সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে হাত ধোয়া প্রদর্শনীর অনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান।
রবিবার সকালে উপজেলার সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা স্কাউটস কমিশনার নুরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, ইউপি সদস্য জয়নাল উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলীর মেকানিক রাজিয়া সুলতানা প্রমুখ। এছাড়া ত্রিমোহিনী মাধ্যমিক বিদ্যালয়, বুড়িহাটি মাধ্যমিক বিদ্যালয়, সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউট, মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের হাত ধোয়ার উপর প্রশিক্ষন প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, স্কাউট প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসারের এমন ব্যতিক্রমী উদ্যোগ অভিভাবক ও সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান বলেন, উপজেলার সকল শিক্ষার্থীদের নিয়ে ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিভাবে হাত ধোয়ার উপর প্রশিক্ষণ প্রদান করা হবে। হাত ধোয়ার উপর শিক্ষার্থীদের ব্যাপক সচেতনতা বৃদ্ধির লক্ষে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here