কেশবপুরে হামলায় গুরতর আহত যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন এর সংবাদ সন্মেলন

0
411

কেশবপুর প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে নির্মম নির্যাতনে আহত যুবলীগ নেতা সাজ্জাত হোসেনের দু‘পা ভেঙে পঙ্গু হয়ে গেছে। ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি পঙ্গু হওয়াই বর্তমান তারা মানবেতর জীবন যাপন করছে।
শনিবার দুপুরে কেশবপুর প্রেসক্লাবে লিখিত সংবাদ সন্মেলনে সাজ্জাত হেসেন বলেন, জানান হামলাকারিরা যুবলীগ কেশবপুর শাখার যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলুর ভাড়াটিযা লোক। সম্প্রতিআবু সাঈদ লাভলুর বিরুদ্ধে চাকুরি দেয়ার নামকরে টাকা আদায়,মাছের ঘের দখল,চাঁদাবাজি, সংখ্যলঘুদের উপর নির্যাতনসহ অসংখ্য অভিযোগে এলাকায় লিফলেট বিতরণ করা হয়। তার বিরুদ্ধ ৮৩ লাখ ২৮ হাজার টাকার চাঁদাবাজির পোষ্টার লাগান হয় কেশবপুরের পাঁজিয়া এলাকায়। নির্যাতীতদের মধ্যে পাঁজিয়া এলাকার মাসুম বিল্লাহ,রফিকুল ইসলাম, ইকবাল হোসেন,শাহিনুর রহমান,বিশ্বজিৎ চক্রবর্তী, গনেশ হালদার, ছাত্তার সরদার,প্রশান্ত বিশ্বাস ও বিশু দর্জিসহ অর্ধ শতাধিক নেতা কর্মী আহত হন বলে সংবাদ সন্মেলনে উল্লেখ করেন । লিফলেট বিতরণ নিয়ে লাভলু সাজ্জাত হেসেনকে সন্দেহ করেন। ১ অক্টোবর লাভলুর নেতেৃত্বে পাঁজিয়া এলাকার ১৫/১৬ জনের একদল পাঁজিয়া বাজার থেকে সাজ্জাত হেসেনকে ধরে নিয়ে পাঁজিয়া গ্রামের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে গাছের সাথে বেঁধে বেদম প্রহর করে দু‘পা ভেঙ্গে দেয়। সাজ্জাত হোসেনকে মৃত ভেবে ফেলে রেখে যায়। এলাকাবাসী গভীর রাতে সাজ্জাত হোসেনকে উদ্ধার করে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ূনিয়ে আসে। এরপর তার অবস্থার অবনতি হলে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাসাধিককাল পার হলেও সাজ্জাত হেসেনের অবস্থার উন্নতি হয়নি। বর্তমানে টাকার অভাবে তিনি চিকিৎসা করাতে পরছেন না। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে লাভলু ও তার অনুসাীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাহায্যে আবেদন জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলো ওই পরিবারের একমাত্র ৮ বছরের পুত্র সন্তান রাশেদুল হাসান ফয়সাল। এই ব্যাপারে যুবলীগ কেশবপুর শাখার যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলু সাংবাদিকদের জানান সাজ্জাতের উপর হামলার ঘটনায় তার জড়িত থাকার কথা অস্বীকার করেছেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here