কেশবপুরে ১৪ জন ব্যবসায়ীকে জরিমানা

0
302

কেশবপুর প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশনা না মানায় কেশবপুরে ১২ ব্যবসা প্রতিষ্ঠান ও ২ ক্রেতার নিকট থেকে ৬২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসের পেশকার বিশ্বজিৎ রায় সাংবাদিকদের জানান, করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়াতে প্রতিদিনের ন্যায় কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে কেশবপুর বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করেন। এসময় সরকারী নির্দেশনা না মেনে কতিপয় অসাধু ব্যবসায়ী তাদের দোকান খুলা রেখে জনসমাগমের সৃষ্টি করার দায়ে ১২ ব্যবসা প্রতিষ্ঠান ২ ক্রেতাকে সর্বমোট ৬২ হাজার টাকা জরিমানা করেন। জরিমানাপ্রাপ্তরা হলেন-কেশবপুর শহরের রড-সিমেন্ট ব্যবসায়ী মনিরুজ্জামান ২৫ হাজার টাকা, ক্রেতা হাসেম আলী ৫ হাজার, রড-সিমেন্ট ব্যবসায়ী আনিছুর রহমান-১০ হাজার, কাপড় ব্যবসায়ী মফিজুর রহমান ৫ হাজার, ক্রেতা বোরহান আলী ১ হাজার, মক্কা মেশেনারী ১ হাজার, রাজু আহমেদ(কৃষি যন্ত্রপাতি) ১ হাজার, হাসানপুর বাজারে আক্তারুজ্জামান(মুদি দোকান)১ হাজার,মনিরুজ্জামান(মুদি দোকান) ১ হাজার, ভান্ডারখোলা বাজারের শুশান্ত ঘোষ (মুদি) ১ হাজার, শরিফুল ইসলাম(জুতা) ২ হাজার, রবিউল ইসলাম (মুদি) ৩ হাজার, শ্রীফলা বাজারের আঃ সামাদ(মুদিদোকান) ১ হাজার ও সাবদিয়া রাস্তার পাশে শ্রমিক নিয়ে বাড়ীর পেলার নির্মান কাজ করার দায়ে বাড়ীর মালিক মিজানুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করেন।