কেশবপুরে ৫টি পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় এসএসসি পরীক্ষা শুরু

0
534

কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরে ৫টি পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় শনিবার থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে।
জানাগেছে, উপজেলার ৫টি কেন্দ্রে ৩ হাজার ১ শত ৬৬ জন পরীক্ষার্থী ছিল। প্রথম দিনে ১৩ জন অনুপোস্থিত ছিল। কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫ শত ৮১ জন, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৫ শত ৫৬ জন, সাগরদাঁড়ি এম এম ইন্সিটিটিউশানে ৫ শত ৭২ জন, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬ শত ৭৭ জন ও কেশবপুর আলীয়া মাদ্রাসা কেন্দ্রে ৭ শত ৮০ জন পরীক্ষার্থী ছিল। প্রথম দিনে ১৩ জন অনুপোস্থিত ছিল বলে জানাগেছে। তবে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান প্রথমবারের মত এবার সকল পরীক্ষা কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় এনেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here