কেশবপুর একটি স্বয়ং সম্পূর্ণ ও মডেল উপজেলায় পরিণত হয়েছে-জনপ্রশাসন প্রতিমন্ত্রী

0
543

উৎপল দে,কেশবপুর : উপজেলার আগরহাটি গ্রামে বুধবার দুপুরে ইউপি সদস্য লিয়াকত আলীর বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথির হিসাবে বক্তব্যে দেনজনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। তিনি বলেন, কেশবপুর কৃষি, মৎস্য, পোল্টি ও প্রাণীসম্পদে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এই উপজেলায় একটি ইকোনমিক জোন স্থাপনের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।কেশবপুর একটি স্বয়ং সম্পূর্ণ ও মডেল উপজেলায় পরিণত হয়েছে। একটি ইকোপার্ক নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে উপজেলায় শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে। এর ফলে স্থানীয় জনগণের জন্য ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। তিনি বাল্যবিবাহ না দিয়ে লোখা-পড়া করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য মেয়ে ও অভিভাকদের প্রতি আহ্বান জানান। আগরহটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here