কোচ ছাড়াই শ্রীলঙ্কা সিরিজ খেলবে টাইগাররা!

0
528

ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠে আসন্ন শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে কোচের সন্ধান চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দ্রুত কোন সিদ্ধান্ত নিতে চায় না বিসিবি। আর এজন্য শনিবার জাতীয় দলের তিন অধিনায়কের সাথে আলোচনায় বসেন বিসিবি প্রধান।

তিন অধিনায়কের সঙ্গে বৈঠক শেষে মিডিয়ার মুখোমুখি বিসিবি সভাপতি পাপন বলেন, কোচ নিয়োগের বিষয়ে আমরা একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছি। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে কোনো কোচের নিয়োগ নাও হতে পারে।

তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত না নেওয়ার ব্যাপারে মাশরাফি মুর্তজা, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানরাও বিসিবির সাথে একমত পোষণ করেছেন।

পাপন জানান, সামনে আমাদের একটা সিরিজ আছে। আমরা প্রধান কোচ নিয়োগ দেওয়ার প্রক্রিয়ায় আছি। অন্তবর্তীকালীন কী করা যাবে, সেটা নিয়ে আলোচনা করেছি। ওরা নিজেরা মিলে সবকিছু এখন থেকেই যেন পরিকল্পনা করে ফেলে- সামনের সিরিজটি আমরা কীভাবে খেলব। ওরা পারবে কি না এবং আত্মবিশ্বাসী কি না সেটাও জানতে চেয়েছি।

সবাই এক বাক্যে বলেছে পারবে এবং ওরা আত্মবিশ্বাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here