কোরবানি ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে মনিরামপুরের কামারিরা 

0
768
উত্তম চক্তবর্তী,মনিরামপুর (য়শোর): ঠিক ঠিক করে ঘড়ির কাঁটা যথই ঘোরছে ততই কোরবানির সময় সামনে ঘনিয়ে আসছে ৷ মুসলিমদের আনন্দ উৎসবের মাঝে অন্যতম হলো ঈদুল আযহা ৷ ত্রই ঈদে মুসলানরা মহান সৃষ্টিকর্তাকে খুশি করতে তার নির্দেশ মোতাবেক নির্দিষ্ট দিনে পশু কোরবানি করে থাকে ৷ কোরবানির দিনে জবাই কৃত পশুটি কাটার জন্য দা, ছুরি, ধামা, বটকি ব্যবহার করে থাকে ৷ কেউ কসায় দিয়ে কেউ আবার নিজেরাই করে ৷ আর ত্র কাজ করার জন্য মুসলিমরা আগে ভাগে পশু হালাল করনের সরংজাম তথা দা, ছুরি, বটকি, ধামা প্রন্তত রাখে ৷ যাতে কোরবানির দিনে পশু কাটতে কোন ধরনে সমস্যা না হয় ৷ আর কোরবানি ত্র সরংজাম গুলো রেফিয়ার করতে কামারির দোকানে যায় ৷ আর ত্র কোরবানকে সামনে রেখে কামারিরা কাজে ব্যস্ত সময় পার করছে ৷ সরেজমিনে গিয়ে দেখা যায়, য়শোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ , নেংগুড়াহাট, সহলাহাট, পারখাজুরা, চাপাতলাসহ ত্রই বাজারের কামারির দোকান গুলোতে ভাতী টানছে আগুনে দিয়ে লোহা গরম করছে ৷ ক্রেতারা অড়ার দিচ্ছে কামারিরা কাস্টমারদের নির্দিষ্ট সময়ে অড়ার বুঝিয়ে দিচ্ছে ৷ রাজগঞ্জ বাজারে শির্ব দয়াল কর্মকার বলেন, আমি ২০ বছর ধরে ত্র কাজ করে যাচ্ছি ত্রই কাজে আমার সংসার ভাল ভাবে চলে ৷ জানাযায়, দোকানে লবন পানি দিয়ে দা ধার দেত্তয়া বাবৎ সত্তর ৭০ টাকা নিচ্ছে ৷ দা বানিয়ে দিলে ৪/৫শত টাকা মূল্য নিচ্ছে ৷ ছুরি আগুনে পোড়ে ধার দিয়ে ৩৫/৪০ টাকা নিচ্ছে ৷ ভাল ছুরি বানাতে গেলে ১২০ থেকে ১৪০ টাকা নিচ্ছে ৷ লোহার ছুরি ৭০ থেকে ৮০ টাকা বানানি নিচ্ছে তারা ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here