ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৪০

0
425

ম্যাগপাই নিউজ ডেস্ক : ক্যালিফোর্নিয়ার ওয়াইন অঞ্চলে আঙ্গুর বাগান থেকে ছড়ানো অগ্নিকাণ্ডের ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আরও কয়েকশ’ মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়, স্যান ফ্রান্সিসকো শহরের উত্তর দিকে প্রায় ৩৩৪ মাইল বা ৮৬৫ বর্গকিলোমিটার এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
দাবানল থেকে বাঁচতে এরই মধ্যে সান ফ্রান্সিসকোর ৫০ মাইল বা ৮০ কিলোমিটার উত্তরে সান্তা রোসা শহর থেকে তিন হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন একে রাজ্যের জন্য সবচেয়ে মর্মান্তিক ঘটনা বলে উল্লেখ করেছেন। শহর পরিদর্শন কালে তিনি বলেন, “এটি এমন ভয়াবহ ঘটনা যা কল্পনাকেও হার মানাবে। ”

জানা গেছে, টানা ৬ দিনের ভয়াবহ দাবানলে সহস্রাধিক ঘর-বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। দাবানল ঠেকাতে ১০ হাজারেরও বেশি অগ্নিযোদ্ধা কাজ করে যাচ্ছেন। আকাশপথে এয়ার ট্যাঙ্কার ও হেলিকপ্টারের সহায়তাও নেয়া হচ্ছে। তবে দাবানল ঠেকানো সম্ভব হচ্ছে না।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here