খাদ্যের সন্ধানে কেশবপুরের পাঁচটি দলছুট হনুমান মনিরামপুরের মদনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাদে

0
614

উত্তম চক্রবর্তী,মনিরামপুর(যশোর)অফিস:খাদ্যের সন্ধানে যশোরের কেশবপুর এলাকার পাঁচটি দলছুট হনুমান এখন মনিরামপুর উপজেলার মদনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাদে ও গ্রামাঞ্চালে দাপিয়ে বেড়াচ্ছে। তারা খাদ্যের সন্ধানে নিরাপদ আশ্রয় স্থল খুঁজতে লোকালয়ে সারাক্ষণ ছুটোছুটি করছে। হনুমান দেখতে অতি উৎসাহী লোকেরা, বিশেষ করে শিশুরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে।
অনেকে আবার ইটের টুকরা, ঢিল ছুড়ছে তাদের উপর। একটু সময় তারা মাটিতে স্বস্তিতে হাটতে পারছেনা। আবার অনেক যুবক কিংবা শিশুরা কুকুর লেলিয়ে দিচ্ছে। উপায়ান্তর না পেয়ে এক বাড়ি থেকে আরেক বাড়ির ছাদে কিংবা উচু গাছের মগ ডালে বসে দিন কাটাচ্ছে। তবে এলাকার অনেক স্বস্তিতে এক ছাদ থেকে আর এক ছাদে অবাধে ঘুর বেড়াতে দেখা যাচ্ছে। আগে হনুমান দেখলে মানুষ আদর করে খাবার দিত।এখন খাবারের বদলে তাদের পেতে হয় ইট, ডেলা।অনেক সময় হনুমান রেগে গিয়ে দাঁত সিটকে কামড়াতে তেড়ে আসে। অনেক সময় প্রচন্ড খিদের তাড়নায় তারা দোকানে কিংবা বাড়িতে হাজির হচ্ছে। কলা অথবা একটুকরা পাউরুটি দিলে আবার চলে যায়। বেশির ভাগ সময় এরা দল বেধে আবার দুজনে এক সাথে চলে।জানা গেছে,কেশবপুর হনুমানদের সরকারিভাবে খাবার দেওয়া হয়। কিন্তু স্থানীয়রা বলছেন সেটা অপ্রতুল হবার কারণে ক্ষুধার তাড়বনায় এরা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে।খাবারের অভাব দেখা দিলে এক এলাকা থেকে অন্য এলাকায় চলে যায়৷ যেমন সীমান্তবর্তি ভারত থেকেও অনেক হনুমান সীমান্ত পেরিয়ে আমাদের দেশে খাদ্যর সন্ধানে চলে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here