খালেদুর রহমান টিটো, আরো একটি অধ্যায়ের পরিসমাপ্তি

0
462

নিজস্ব প্রতিবেদক : হাজার হাজার মানুষের ভালবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষীয়ান রাজনীতিক, সাবেক প্রতিমন্ত্রী, যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটো।
সোমবার যশোর কেন্দ্রীয় ঈদগাহে নামাজে জানাজা শেষে করবালা কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।
এরআগে কেন্দ্রীয় ঈদগাহে সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। এ সময় তার বড় ছেলে মাশুক হাসান জয় তার বাবার জীবদ্দশায় কোনো ভুল-ত্রুটি বা তার কাজকর্মে কেউ কষ্ট পেলে ক্ষমা করার অনুরোধ জানান।
খালেদুর রহমান টিটোর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন যশোর-১ আসনের এমপি শেখ আফিল উদ্দিন, যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদের পক্ষে সদর উপজেলা চেয়ারম্যান নূরজাহান ইসলাম নীরা ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের পক্ষে সহ-সভাপতি হায়দার গণি খান পলাশ ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু), জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (রব), বাংলাদেশের ওয়ার্কাস পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় ও জেলা শাখা, জেলা জাগপা, জেলা শ্রমিক লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা জাতীয় পার্টি, শহর যুবলীগ, পৌর জাতীয় পার্টি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, শিল্পকলা একাডেমি, সাহিত্য পরিষদ, সুর বিতান, বিবর্তন, তির্যক, উদীচী, যশোর ইনস্টিটিউট, আশাবরী সঙ্গীত নিকেতন, উপশহর কলেজ, যশোর কলেজ, ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমি, জেলা ক্রীড়া সংস্থা, যশোর বয়েজ ক্লাব, ফাইভস্টার ক্লাব, জেলা আইনজীবী সমিতি, প্রেসক্লাব যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, দৈনিক গ্রামের কাগজ, দৈনিক স্পন্দন, নান্নু চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্ট, যশোর নাগরিক অধিকার আন্দোলন, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষে থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
জানাজায় উপস্থিত ছিলেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন ও অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, জাতীয় পার্টি সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু, যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্য সচিব সাবেরুল হক সাবু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর ইনস্টিটিউটের সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু, ন্যাপের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এনামুল হক, যশোর পৌরসভার কাউন্সিলর মকসিমুল বারী অপু, হাবিবুর রহমান চাকলাদার মনি, যশোর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু প্রমুখ।

জানাজা শেষে খালেদুর রহমান টিটোর মরদেহ যশোর কারবালা কবরস্থানে নিয়ে যাওয়া হয়। বাবার কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

সোমবার দুপুরে খালেদুর রহমান টিটোর (৭৬) ইন্তেকাল করেন। ফুসফুসে ইনফেকশনজনিত কারণে চারদিন আগে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। খালেদুর রহমান টিটো ১৯৪৫ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন।