খুলনায় আ’লীগের মনোনয়ন পেলেন যারা

0
804

খুলনা প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন দেয়া শুরু করেছে আওয়ামী লীগ।

রোববার সকাল সাড়ে ১০টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেয়া শুরু হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বেশিরভাগ আসনে আগেই দলীয় প্রার্থী চূড়ান্ত করে রেখেছিল আওয়ামী লীগ। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও প্রতিষ্ঠানের জরিপ এবং তৃণমূলের মতামত নিয়ে প্রার্থী ঠিক করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দলীয় মনোনয়ন বোর্ড। মনোনয়ন নির্ধারণে শেখ হাসিনার কথাই শেষ কথা।

খুলনার ছয়টি সংসদীয় আসনের দুটিতে নৌকার মাঝি পরিবর্তন হয়েছে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ খুলনা সদর আসনে (খুলনা-২) দলীয় মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র শেখ সালাহ উদ্দিন জুয়েল এবং খুলনা-৬ আসনে ছাত্রলীগের এক সময় রাজপথ কাঁপানো তুখোড় ছাত্র নেতা আক্তারুজ্জামান বাবুকে নৌকার প্রার্থী করা হয়েছে।

এই দুটি আসনের আওয়ামীলীগ দলীয় বর্তমান সংসদ সদস্য খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ মো. নুরুল হককে মনোনয়ন দেয়া হয়নি।

বাকী চারটি আসনের বর্তমান সংসদ সদস্যরাই পুণরায় আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন। এরা হলেন বর্তমান সংসদ সদস্য পঞ্চনন বিশ্বাস (খুলনা-১), বেগম মন্নুজান সুফিয়ান (খুলনা-৩), শিল্পপতি আব্দুস সালাম মুর্শিদী (খুলনা-৪) এবং বর্তমান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here