খুলনা বিভাগে কারারক্ষি নিয়োগের প্রক্রিয়া শুরু

0
370

এবার নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় ৮লাখ ও সাধারণ কোটায় ১৬ লাখ দর উঠেছে
এম আর রকি : খুলনা বিভাগে কারাগারাগুলির জন্য কারারক্ষি/মহিলা কারারক্ষি নিয়োগে অবৈধ লেনদেনের খবর পাওয়া গেছে। শুক্রবার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কারারক্ষি পুরুষ ও মহিলা নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় ৮ লাখ ও সাধারণ কোটায় ১৫ থেকে ১৬ লাখ টাকা উঠেছে বলে সূত্রগুলো দাবি করেছে।
কারাগার সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছেন,গত ২৮ মার্চ থেকে খুলনা বিভাগে কারারক্ষি/মহিলা কারারক্ষি নিয়োগ প্রক্রিয়া যশোর কেন্দ্রীয় কারাগারে শুরু হয়। এদিন সকাল থেকে কারাগার চত্বরের মাঠে মাপঝোক কার্যক্রম শুরু হয়। খুলনা বিভাগের কারাগার গুলিতে জনবল বৃদ্ধির জন্য নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম সরকার হাতে নেয়। নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নের জন্য একটি কারারক্ষি/মহিলা কারারক্ষি নির্বাচন কমিটি গঠন করা হয়। কারা মহা -পরিদর্শক কার্যালয় থেকে খুলনা বিভাগীয় কারারক্ষি নিয়োগ কমিটির সভাপতি হিসেবে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র কারা তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্বে) জাহানারা বেগম,নিয়োগ কমিটির সদস্য সচিব চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাস ও সদস্য হিসেবে ঠাঁকুরগাও জেলা কারাগারের কারা তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্বে) জাবেদ মেহেদী,ভোলা জেলা কারাগারের কারা তত্ত্বাবধায়ক নাসির উদ্দিন প্রধান ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন ডাক্তার রেজা সারোয়ার আকবরকে চুড়ান্ত করা হয়। ২৮ মার্চ বুধবার সকাল থেকে কারাগারে মাঠে খুলনা বিভাগের জেলা গুলি থেকে আসা নিয়োগের জন্য আবেদনকৃতদের মাপঝোকের কাজ সম্পন্ন করে পরের দিন ২৯ মার্চ লিখিত পরীক্ষা নেওয়া হয়। ওইদিন রাতে লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করে ফলাফল টাঙ্গিয়ে দেওয়া হয়। যশোর কেন্দ্রীয় কারাগার চত্বরে ঢুকতে প্রধান ফটকের ডান পার্শ্বে দেওয়ালে ফলাফল সম্বলিত কাগজ টাঙ্গিয়ে দেওয়া হয়। ফলাফল অনুযায়ী জানাযায়, খুলনা জেলায় ২২জন,ঝিনাইদহ ৩২জন,চুয়াডাঙ্গা ২১,নড়াইল ৩৩জন, সাতক্ষীরা ৪১,কুষ্টিয়া ১৯,মাগুরা ৪৯,মেহেরপুর ২৫ ও যশোর জেলায় ৫৭জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়। শুক্রবার সকাল থেকে নিয়োগ কমিটি মৌখিত পরীক্ষার কার্যক্রম শুরু করেন। সূত্রগুলো জানিয়েছেন,নিয়োগ কমিটির সাথে অত্র কারাগারে কর্মরত কতিপয় কর্মকর্তা ও কর্মচারীরা যোগ সাজস করে মুক্তিযোদ্ধা কোটায় ৮লাখ ও সাধারণ কোটায় ১৫ থেকে ১৬ লাখ টাকার প্রার্থীর সন্ধান করেছে। যাদের টাকা দেওয়ার সামর্থ্য রয়েছে শুধু মাত্র তাদেরকে চুড়ান্ত নিয়োগ হিসেবে ফলাফল দেওয়া হবে বলে সূত্রগুলো জানিয়েছেন। নিয়োগ কমিটির স্বচ্ছতা নিয়েও কারারক্ষি নিয়োগের জন্য আসা প্রার্থীদের মধ্যে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। তার কারণ হিসেবে তারা জানিয়েছেন, নিয়োগ কমিটির গতিবিধি ছিল অন্যরকম। টাকা ছাড়া কারারক্ষি নিয়োগ একে বারেই অসম্ভব বলে সূত্রগুলো দাবি করেছেন। নিয়োগ কমিটির কর্মকর্তা ও সদস্যরা অবৈধ অর্থ উপার্জনের জন্য প্রার্থীদের সন্ধ্যানে লোক লাগিয়েছিল বলে সূত্রগুলোর অভিমত। তাই অবিলম্বে কারারক্ষি চুড়ান্ত নিয়োগের তালিকার পূর্বেই নিয়োগের স্বচ্ছতার জন্য প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মেধাবী ও প্রকৃত যোগ্যতা প্রার্থী ও তাদের অভিভাবকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here