খুলনা-যশোর মহাসড়ক সংস্কারের দাবিতে ১৫ জেলায় ধর্মঘট চলছে

0
356

নিজস্ব প্রতিবেদক : খুলনা-যশোর মহাসড়ক সংস্কারের দাবিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে ১৫ জেলায় ধর্মঘট শুরু হয়েছে। বুধবার সকাল ৯টা পর্যন্ত এ ধর্মঘট চলবে। জ্বালানি তেল পরিবেশক ও ট্যাংকলরি মালিক সমিতির আহ্বানে এ ধর্মঘটের কারণে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে।

১ এপ্রিল খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক ও ট্যাংকলরি শ্রমিক মালিক ওনার্স অ্যাসোসিয়েশন বৈঠকের পর এ ধর্মঘট আহ্বান করে।

ট্যাংকলরি খুলনা বিভাগীয় মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন বলেন, ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার সকালে খালিশপুরে মেঘনা ডিপোর সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। সমাবেশে মালিকসহ চালক ও শ্রমিকরা অংশ নিয়েছেন।

তিনি বলেন, সংস্কার না হওয়ায় খুলনা-যশোর মহাসড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মহাসড়কে বিটুমিন, কার্পেটিং উঠে ছোট-বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। প্রতিদিন ঘটছে নানা দুর্ঘটনা। গর্তে পড়ে ট্যাংকলরির ক্ষয়ক্ষতি হচ্ছে। প্রায় দু’বছর ধরে এ মহাসড়কে এমন অবস্থা বিরাজ করছে। কিন্তু সংস্কারে কার্যকর কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে বাধ্য হয়ে পরিবহন বন্ধ রেখে ধর্মঘট পালন করতে হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here