খুলনা রেঞ্জ ডিআইজি’র হস্তক্ষেপে যশোরে র্দীঘদিন চলে আসা সমাজ নিষিদ্ধ ওয়ান টেন জুয়া বন্ধ !

0
626

এম আর রকি যশোর থেকে:অবশেষে যশোর শহরতলী পালবাড়ী রয়েল কমিউনিটি সেন্টালে চলা সমাজ নিষিদ্ধ ওয়ান টেন জুয়া বন্ধ হয়ে গেছে। এবার পুলিশের রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিনের নির্দেশে শনিবার ২৭ এপ্রিল থেকে বন্ধ হয়ে যায় র্দীঘদিন চলে আসা অবৈধ ওয়ান টেন জুয়া। ওয়ান টেন জুয়া বন্ধ হয়ে যাওয়ায় যশোরে কয়েক হাজার পরিবার খুলনা বিভাগীয় পুলিশের উপ-মহা পুলিশ পরিদর্শককে ধন্যবাদ জানিয়েছেন। তবে পাশাপাশি জুয়াড়ীরা হতাশাগ্রস্থ্য হয়ে পড়েছে।
নির্ভরযোগ্য সূত্র গুলো বলেছে,যশোর শহরতলী পালবাড়ী রয়েল কমিউনিটি সেন্টারে প্রায় ৬ বছরের অধিক সময় ধরে সমাজ নিষিদ্ধ ওয়ান টেন জুয়া শুরু হয়। গোপালগঞ্জ জেলার বাসিন্দা আলম নমে এক ব্যক্তি ওয়ান টেন জুয়ার মালিক হয়ে তিনি খেলায় অংশ না দিয়ে তার ওয়ান টেন জুয়া বিভিন্ন জুয়াড়ীদের কাছে প্রতিরাতে নূন্যতম ১লাখ টাকা থেকে দেড় লাখ টাকায় ভাড়া দেন। সর্বশেষ সমাজ নিষিদ্ধ এই ওয়ান টেন জুয়া চালাচ্ছিল যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানী এলাকার মনিরুল ইসলাম। তিনি দায়িত্ব নিয়ে প্রতিরাত সন্ধ্যার পর থেকে সারা রাত রয়েল কমিউনিটি সেন্টার ভাড়া নিয়ে পরিচালনা করে আসছিলো ওয়ান টেন জুয়া। ওয়ান টেন জুয়া বন্ধের ব্যাপারে বছর খানেক পূর্বে যশোর সদর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ সংসদে মাননীয় স্পিকারের দৃষ্টি কামনা করে সমাজ নিষিদ্ধ এই ওয়ান বন্ধের আবেদন জানিয়েছিলেন। সংসদে যশোরে এই ওয়ান টেন জুয়ার বিষয়টি উঠে আসলে উপরের মহলের নির্দেশে কিছুদিন ওয়ান টেন জুয়া বন্ধ রাখা হয়। ওয়ান টেন জুয়ার জুয়াড়ীরা হচ্ছে যশোর জেলা ছাড়াও সাতক্ষীরা,বাগেরহাট,ঝিনাইদহ,মাগুরা,কুষ্টিয়া,চুয়াডাঙ্গা,নড়াইল ও গোপালগ্ঞ্জ জেলার জুয়াড়ী রয়েছে। যারা ওয়ান টেন জুয়া ভাড়া নিয়ে চালাতো। তারা জুয়াড়ীদের সিন্ডিকেটের মাধ্যমে মাইক্রো ও থ্রি হুইলার গাড়ীর সাহায্যে নিয়ে আসতো। প্রতিরাতে ওয়ান জুয়ার মালিক গোপালগঞ্জের আলম ওয়ান টেন জুয়ার ভাড়ার টাকা সংগ্রহের জন্য কোতয়ালি মডেল থানার সামনে অবস্থান করতো। সেখান থেকে জুয়ার ভাড়ার টাকা নিয়ে আলম নিজ গন্তব্যে ফিরতেন। এই ওয়ান টেন জুয়া বন্ধের ব্যাপারে যশোরের পুলিশ প্রশাসনসহ আইন শ্ঙ্কৃলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা অন্ধের মধ্যে দিনাতি পাত করতো। খোঁজ নিয়ে জানাগেছে,পুলিশ প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বস্তরে ওয়ান টেন জুয়ার বোর্ডের টাকা নিয়ম মোতাবেক পৌছে যেতো। যার ফলে কেউ কিছু বলার সাহস রাখতো না। সর্বশেষ চলতি মাসের প্রথম সপ্তাহে খুলনা বিভাগীয় পুলিশের উপ-মহা পুলিশ পরিদর্শক ড. খন্দকার মহিদ উদ্দিন যোগদান করার পরও এই সমাজ নিষিদ্ধ ওয়ান টেন জুয়া চলে আসছিল। তিনি বিষয়টি জানার পর নির্দেশ দেন বন্ধের ২৬ এপ্রিল থেকে ওয়ান টেন জুয়া বন্ধ করে দেয়া হয়। সূত্রগুলো আরো বলেছেন,সমাজ নিষিদ্ধ এই ওয়ান টেন জুয়ার আসরে গিয়ে অনেক পরিবার হয়েছে নিঃস্ব।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here