খুলনা-৪ উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন সালাম মুর্শেদী

0
414

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা-৪ আসনের (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) উপনির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী সালাম মুর্শেদী।

রবিবার মনোনয়ন দাখিলের শেষ দিনে অন্য কোন প্রার্থী মনোনয়ন জমা দেয়নি। ফলে খুলনা-৪ আসনে সালাম মুর্শেদীর সংসদ সদস্য হওয়া এক প্রকার নিশ্চিত। নির্বাচন কমিশন জানায়, তফসিল অনুযায়ী আগামী ২৮ আগস্ট মনোনয়ন বাছাই ও ৪ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এরপরই এই আসনের ফলাফল ঘোষনা করা হবে।

জানা যায়, রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সালাম মুর্শেদী ছাড়াও জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নগর জাপার সদস্য ও খানজাহান আলী থানা শাখার সভাপতি এসএম আনিসুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেজর (অব:) ডা: শেখ হাবিবুর রহমান মনোনয়নপত্র গ্রহণ করেন। কিন্তু নির্ধারিত দিনে এসএম আনিসুর রহমান এবং ডা: শেখ হাবিবুর রহমান তাদের মনোনয়নপত্র জমা দেননি।

এদিকে রবিবার দুপুরে সালাম মুর্শেদী দলীয় নেতাদের সাথে নিয়ে নির্বাচন কমিশন অফিসে মনোনয়ন জমা দেন। এসময় তার সাথে ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও নব-নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এসএম কামাল হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, বিসিবির পরিচালক শেখ সোহেল, সাবেক এমপি মোল্লা জালাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা কাজী আমিনুল হকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

মনোনয়ন জমা শেষে সালাম মুর্শেদী বলেন, আমি খুলনার সিনিয়র ও তৃণমূল নেতাদের নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাবো। আগামী ডিসেম্বরের জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আবারো মনোনয়ন দিলে আমি কাজের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনবো।

এদিকে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, তফসিল অনুযায়ী ২৮ আগস্ট মনোনয়ন যাচাই-বাছাই ও ৪ সেপ্টেম্বর প্রত্যাহারের শেষ দিন। এরপর এই আসনের ফলাফল ঘোষনা করা হবে।

উল্লেখ্য, গত ২৬ জুলাই খুলনা-৪ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা রশিদী সুজা মারা যাওয়ায় আসনটি শূন্য হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here