গণমাধ্যমকর্মী আইন পাসসহ ৮ দফা দাবিতে যশোরে সোমবার মানববন্ধন

0
196

বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন অবিলম্বে গণমাধ্যমে শৃংখলা ফিরিয়ে আনার লক্ষ্যে গণমাধ্যমকর্মী আইন পাস, নবম ওয়েজবোর্ড সংশোধন ও বাস্তবায়নসহ ৮ দফা দাবি ঘোষণা করেছে। এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৩ জানুয়ারি সোমবার যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) বেলা ১১ টায় প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধনের আয়োজন করেছে। মানববন্ধনে জেইউজের সকল সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ করেছেন সংগঠনের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল ও সাধারণ সম্পাদক এইচ আর তুহিন।
সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশিত দাবিসমূহ যা বিএফইউজের ৮ দফা নামে ইতোমধ্যে সারাদেশে গণমাধ্যমকর্মীদের মাঝে সাড়া ফেলেছে। দাবির মধ্যে রয়েছেÑ গণমাধ্যমকর্মী (চাকরি শর্তাবলী) আইন দ্রুত পাস করতে হবে। নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়ন করতে হবে। সকল প্রতিষ্ঠানের সাংবাদিকদের নিয়োগপত্র দিতে হবে। বেতন-ভাতা নিয়মিত দিতে হবে। বকেয়া পরিশোধ করতে হবে। জাতীয় সম্প্রচার আইন দ্রুত প্রণয়ন করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করতে হবে। সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে। ষাটোর্ধ্ব বেকার সাংবাদিকদের জন্য অবসর ভাতা/পেনশন চালু করতে হবে। সাংবাদিকদের আবাসন প্রকল্পের জন্য জমি বরাদ্দ নিশ্চিত করতে হবে।