হরিহরনগর গ্রামে খলিল, রাজু স্মৃতি হা-ডু-ডু টুর্ণামেন্ট অনুষ্ঠানে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন

0
360

বিশেষ প্রতিনিধি : মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হরিহরনগর গ্রামে শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে ৮দলীয় মরহুম খলিল, রাজু স্মৃতি হা-ডু-ডু টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে৷ ফাইনাল খেলায় মল্লিকপুর টিম ৩-০ গেমে রোহিতা টিমকে পরাজিত করে৷
এছাড়া খেলায় অংশ গ্রহণ করেন, ভরতপুর, মল্লিকপুর, রোহিতা, উত্তর লাউড়ী, কালিবাড়ীসহ মোট ৮টি টিম৷
খেলাটি পরিচালনা করেন, ঝাঁপা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল চন্টা৷
এখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবুল বাসার, চেয়ারম্যান মাস্টার জহুরুল ইসলাম, আনছার আলী সরদার, মুজিবুর রহমান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন কুমার ধর, সোনালী ব্যাংক রাজগঞ্জ শাখার ব্যবস্থাপক রেজাউল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাস্টার ফরিদ উদ্দিন, মুনছুর আলী, সমাজ সেবক হাদিউজ্জামান, প্রধান শিক্ষক এ কে এম বজলুর রশিদ প্রমুখ৷
অনুষ্ঠিত হা-ডু-ডু খেলা উপভোগ করতে হরিহরনগর পশ্চিমপাড়া বাঁওড় পাড়ে উপস্থিত হন হাজার হাজার দর্শক৷
প্রতি বছর এখানে কালের আবর্তে হারিয়ে যাওয়া গ্রাম-বাংলার এ খেলাটি অনুষ্ঠিত হয় বলে জানান হা-ডু-ডু খেলা পরিচালনা কমিটির সভাপতি ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম. ইউনুস আলম৷ সাধারণ সম্পাদক আব্দুল বারী জানান, জাতীয় এ খেলাটির ঐতিহ্য ধরে রাখতেই প্রতিবছর এ আয়োজন করা হয় এবং আগামীতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে৷
খেলা শেষে বিজয়ী মল্লিকপুর টিমকে প্রথম পুরস্কার হিসেবে একটি মোটর সাইকেল প্রদান করা হয়৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here