গ্রাম্য অবকাঠামো উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার স্বল্প মূল্যের তিন চাকার যানবাহন হাইওয়ে সড়কে নিষিদ্ধ করতে পুলিশের অভিযান অব্যাহত

0
522

সড়ক গুলির পাশে ফিডার রোড তৈরী করে নেটওর্য়াকিং সৃষ্টি করে এর বৈধতা দেওয়া উচিত

এম আর রকি : সরকার হাইওয়ে সড়ক গুলিতে নছিমন,করিমন,আলম সাধু,ইজিবাইক,লেগুনা,মাহেন্দ্রসহ সমস্ত প্রকারের থ্রী হুইলার চলাচল নিষিদ্ধ করেছে। গ্রাম্য অবকাঠামো উন্নয়নে অপরিহায্য এই যানবাহন হাইওয়ে সড়কে নিষিদ্ধ করায় এর সাথে সংশ্লিষ্ট কয়েক লাখ পরিবার এখন পথে বসার উপক্রম হয়ে দাঁড়িয়েছে।
নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছেন,ইতিপূর্বে সরকার আইন পাশ করে দেশের হাইওয়ে সড়ক গুলিতে নছিমন,করিমন,আলমসাধু,ইজিবাইক,লেগুনা,মাহেন্দ্র,বটভটিসহ সমস্ত প্রকারের তিন চাকার এবং কম গতির যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে।অথচ দেশের গ্রাম্য অবকাঠামো উন্নয়নে এই সব যানবাহন অপরিহায্য হয়ে পড়েছে। কম খরচে তৈরী ও মূলবানের এই যানবাহনের উপর দেশে কয়েক লাখ পরিবার খেয়ে পড়ে জীবন যাপন করছে। এই যানবাহনের অত্র অঞ্চলের উপদেষ্টা ইকবাল কবির জাহিদ মনে করেন,এই কম খরচে কম গতির যানবাহন এখন গ্রাম্য উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখছে। এই যানবাহনের কারণে দেশের মানুষ স্বল্প খরচে বিভিন্ন পন্য সামগ্রী বহন করে তাদের গন্তব্যে পৌছে নিতে পারছেন। গ্রাম্য উন্নয়নে অপরিহায্য এই যানবাহনের জন্য সরকারের উচিত হাইওয়ে সড়কের পাশ দিয়ে ফিডার রোড করে দেওয়া। দেশের পাবনা জেলা উল্লেখ করে তিনি আরো বলেন, দাশুড়িয়া হতে সিরাগঞ্জ হাইওয়ে সড়কের পাশে ফিডার অর্থাৎ বাইপাস সড়ক রয়েছে। দেশের সকল হাইওয়ে সড়কের পাশে এ ধরনের নেটওয়ার্ক সিস্টেমে পরিকল্পনা গ্রহন পূর্বক সড়ক তৈরী করলে গ্রাম্য উন্নয়নে ভূমিকা রাখা স্বল্পে মূল্যর যানবাহনের উপর নির্ভরশীল কয়েক লাখ পরিবার খেয়ে পড়ে বাঁচবে। তিনি আরো বলেন,গ্রামঞ্চল থেকে বিভিন্ন পন্য সামগ্রী শহরগুলি ও শহরগুলি হতে বিভিন্ন প্রকারের মূলবান প্রয়োজনীয় মালামাল আনা নেওয়ার জন্য সরকারের নেটওয়ার্কের পরিকল্পনা গ্রহন করা উচিত। এই সংগঠনের সভাপতি হাফিজুর রহমান বাবলা জানান, সরকারের উচিত এই যানবাহন গুলি পরীক্ষা নিরীক্ষা করে আইনী বৈধতা দেওয়া। তার কারণ এই যানবাহন সৃষ্টির যেমন এর লক্ষ্য ছিল। তেমন এর প্রয়োজনীয়তা থাকায় এর পর দেশে কয়েক লাখ পরিবার একেবারে নির্ভর হয়ে পড়ে। তাই সরকারের উচিত এই স্বল্প মূল্যের যানবাহনের সুর্নিদিষ্ট চলাচলের একটি রুট তৈরী করা। যশোরের নাভারণ হাইওয়ে,নওয়াপাড়া হাইওয়ে থানা ও বারোবাজার হাইওয়ে থানার সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার হাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,গত ২৮ আগষ্ট থেকে যশোর জেলা,ঝিনাইদহ জেলার আশপাশ হাইওয়ে সড়ক গুলিতে সরকার নিষিদ্ধ তিন চাকার যানবাহন জব্দর অভিযান শুরু হয়। গত কয়েক দিনে এই সার্কেলের অধীনে প্রায় ৫শ’ তিন চাকার যানবাহন জব্দ করা হয়েছে। যশোরে নাভারণ হাইওয়ে ফাঁড়িসহ বেশ কয়েকটি স্থানে তিন চাকার এই যানবাহন থামিয়ে পুকুরে ডোবায় ফেলে দেওয়ার ব্যাপারে সহকারী পুলিশ সুপার হাফিজুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,হাইওয়ে সড়ক গুলিতে সরকার নিষিদ্ধ এই যানবাহন চলাচলে নিরুৎসাহিত করার জন্য পুকুরে ও ডোবায় ফেলে দেওয়া বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। তিনি আরো জানান, অত্র অঞ্চলে সরকার নিষিদ্ধ এই যানবাহনের সংখ্যার কোন হিসাব নেই। এই সব যানবাহন দেশের যে সব ফিডার,বাইপাস সড়ক রয়েছে সে গুলিতে চলাচল করার ক্ষেত্রে কোন বাধা নেই। ইতিমধ্যে যে সব সরকার কর্তৃক নিষিদ্ধ এই যানবাহন জব্দ করা হয়েছে সেগুলি যানবাহনের ১৬২ ও ১৪৯ ধারায় মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। কোনটিতে একটি ধারা ও আবার কোনটিতে দু’টি ধারায় সর্বোচ্চ জরিমানা ৭শ’ টাকা রাজস্ব নিয়ে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। মুচলেকায় বলা হয়েছে হাইওয়ে সড়ক গুলিতে এই যানবাহন আর কখনও চালানো হবেনা। যশোর সদর ট্রাফিক ইন্সপেক্টরের কার্যালয়ের পুলিশ পরির্দশক শুভেন্দু কুমার মুন্সী জানান, যশোরের পালবাড়ী,মুড়োলী,চাঁচড়া ও উপশহর খাজুরা বাসস্ট্যান্ড মোড়ে সরকার কর্তৃক নিষিদ্ধ এই যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ৫ দিনে অর্ধশতাদিক জব্দ করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত রাখা হয়েছে। যশোরের বিভিন্ন পেশার মানুষ মনে করেন,স্বল্প মূল্যের এই যানবাহন গ্রাম্য অবকাঠামো উন্নয়নে খুব প্রয়োজন। তার কারণ গ্রাম্য প্রত্যন্ত অঞ্চল থেকে উৎপাদিত সবজি জেলা শহরে আনার জন্য এই যানবাহনের কোন বিকল্প নাই। তাই অবিলম্বে যশোরসহ দেশের যে সব হাইওয়ে সড়ক গুলি রয়েছে তার পাশ দিয়ে ফিডার রোড তৈরী করে এর সমাধান আনা উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here