গ্রেনেড হামলার বিচার পেতে হলে নৌকায় ভোট দিতে হবে জেলা আ’লীগের সভাপতি মিলন

0
550

উত্তম চক্রবর্তী, মণিরামপুর(যশোর)অফিস : যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেছেন, ২০০৪ সালের গ্রেনেড হামলার বিচার পেতে হলে আগামী ৩০ ডিসেম্বর সকলকে ঐক্যবদ্ধ ভাবে নৌকা প্রতিকে ভোট দিতে হবে, পদ্মা সেতুর নির্মান চান তাহলে নৌকায় ভোট না দিয়ে কোন রাস্তা নাই৷ তিনি আরও বলেন, আজকের সারা দেশে নৌকার জোয়ার শুরু হয়েছে তাই শুধু মণিরামপুর আসন নয় যশোরের ৬টি আসনে আওয়ামীলীগের নেতৃত্বে নৌকাকে জয়যুক্ত করে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে চাই৷ যশোর -৫ (মণিরামপুর) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বর্তমান এমপি স্বপন ভট্রাচার্য্যের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এসব কথা বলেন। গতকাল রোববার বিকালে উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মণিরামপুর উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আলহাজ্ব কাজী মাহামুদুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের পরিচলনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, যশোর জেলা আ’লীগের সাধারন সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন চাকলাদার৷ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যশোর জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মজিদ, যশোর জেলা আ’লীগের সদস্য ও মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু৷ এসময় আরও বক্তব্য রাখেন, যশোর জেলা আ’লীগের সদস্য চেয়ারম্যান শাহারুল ইসলাম, চেয়ারম্যান সামছুল হক মন্টু, যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাংবাদিক শহীদুল ইসলাম মিলন, ইউনিয়ন আ’লীগের সভাপতি মাস্টার আলহাজ্ব খোরশেদ আলম, সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা কওছার আহমেদ, অরুন আ’লীগনেতা এড.বশির আহমেদ খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা কৃষকলীগের সা’ সম্পাদক আবুল ইসলাম প্রমুখ৷ এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ নেতা জি,এম মজিদ, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, আব্দুল হামিদ সরদ্দার, উপজেলা আ’লীগের সদস্য হাবিবুর রহমান খান, ঝাঁপা ইউনিয়ন আ,লীগের অন্যতম নেতা প্রভাষক মিজানুর রহমান, চাকলাদার আবুল বাসার, উপজেলা যুবলীগের সদস্য শিপন সরদ্দার, ইউনিয়ন যুবলীগের আহবায়ক এম এম ইমরান খান পান্না, সোহেল রানাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগসহ হাজার হাজার নেতাকর্মিরা৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here