চট্টগ্রামে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে যবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন

0
314

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র (ইউএসটিসি) ইংরেজি বিভাগের উপদেষ্টা মাসুদ মাহমুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকদের ব্যানারে রবিবার বিকাল ৪টার দিকে যশোর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মাববন্ধনে বক্তরা বলেন,বাংলাদেশের শিক্ষকেরা এখন নানামুখি সংকটে রয়েছে। চট্টগ্রামের ইউএসটিসির উপদেষ্টা-অধ্যাপক মাসুদ মাহমুদের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
কতিপয় ছাত্র নামধারী সন্ত্রাসী অধ্যাপক মাসুদ মাহমুদকে টেনে-হিঁচড়ে তাঁর জামা ছিড়ে ফেলে, তাঁকে কিল-ঘুষি দেয়। পরবর্তীতে তাঁকে পুড়িয়ে মারার উদ্দেশ্যে গায়ে কেরোসিন তেল ঢেলে দেয়। একজন শিক্ষককে এভাবে অপমান করাটা সভ্য সমাজের জন্য যেমন লজ্জার, তেমনি জাতি হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্যের। কোনো শিক্ষক সমাজ এটা মেনে নিতে পারে না।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস, যবিপ্রবি শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্যা, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো দেলোয়ার হোসেন, অধ্যাপক ড. সুব্রত মন্ডল, যবিপ্রবির সহকারী প্রক্টর ড. হাসান মো. আল ইমরান, শিক্ষক সমিতির সহ-সাধারণ সম্পাদক ড. প্রকৌশলী মো: আমজাদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নওশীন আমিন শেখ, গণিত বিভাগের প্রভাষক দীপা রায় প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here