চলতি বছরে পৃথিবীর তাপমাত্রা আরও বাড়বে

0
400

ম্যাগপাই নিউজ ডেস্ক : চলতি বছর (২০২০) বিশ্বের তাপমাত্রা আরো বাড়বে বলে সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। বুধবার বিশ্ব আবহাওয়া সংস্থার পক্ষ থেকে এই সতর্ক বার্তা দেয়া হয়।

বিশ্ব আবহাওয়া সংস্থার প্রধান পেট্টেরি তালাস বলেন, ২০২০ সাল এবং এই দশকে আরও চরমভাবাপন্ন আবহাওয়া দেখতে হবে। যেখানে বায়মণ্ডলে রেকর্ড পরিমাণ গ্রীণ হাউজ গ্যাস জমা হবে।

‘২০১৯ যেখানে শেষ হয়েছে সেখান থেকেই ২০২০ শুরু হবে। এই বছরে আবহাওয়া এবং জলবায়ু নিয়ে চরম প্রভাব দেখা যাবে।’

এদিকে বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, গত বছর ছিল গত কয়েক দশকের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণ বছর। সংস্থাটি দাবি করছে ২০১৬ সাল ছিল গত কয়েক দশকের সবচেয়ে উষ্ণতম বছর।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর থেকে তীব্র দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার চলমান দাবানলে এই পর্যন্ত ২৭ জন মারা গেছেন। বলা হচ্ছে, এই দাবানলে প্রায় ১০ কোটি প্রাণী হতাহত হয়েছে। পাশাপাশি দেশটির প্রায় ১০.৩ মিলিয়ন হেক্টর জমি পুড়ে গেছে যার আকার প্রায় পুরো দক্ষিণ কোরিয়ার সমান।