চাঁদা দাবিতে যশোর রেজিস্ট্রি অফিসে এক কর্মচারীকে ছুরিকাঘাত প্রতিবাদে কর্ম বিরতি

0
978

বিশেষ প্রতিনিধি : যশোরে চাঁদার দাবিতে বুধবার সকালে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে মারপিট করেছে রেজিস্ট্রি অফিসের দলিল ডেলিভারি ক্লার্ক ভৈরব চক্রবর্তীকে। ঘটনাটি সকাল সাড়ে ৯ টায় যশোর রেজিস্ট্রি অফিসের সামনে। এঘটনার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আটকের দাবিতে সব কাজকর্ম বন্ধ রয়েছে অফিসটিতে। যশোর রেজিস্ট্রি অফিসের দলিল ডেলিভারি ক্লার্ক ভৈরব চক্রবর্তী বলেন, শহরের বেজপাড়ার সুমন নামে এক যুবক প্রায়ই অফিসে এসে আমার কাছে চাঁদা দাবি করতো। আমি দিতে অপারগতা প্রকাশ করি। সকাল সাড়ে ৯টায় বাসা থেকে রিকশাযোগে এসে অফিসের সামনে নামি। এ সময় শহরের বেজপাড়া এলাকার আরেক যুবক মাসুদ ওরফে সুমন ও তার এক সহযোগী আমার কাছে চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সে আমাকে মারপিট শুরু করে। তার হাতে থাকা চাকু দিয়ে আমার পেটে আঘাত করতে যায় এবং জীবননাশের হুমকি দেয়। এসময় স্থানীয় লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দলিল লেখক এবং রেজিস্ট্রি অফিসের কয়েকজন স্টাফ অভিযোগ করে বলেন, এখানে বেশ কিছু লোককে সপ্তা ও মাসিক ভিত্তিতে টাকা দেওয়া লাগে। কিন্তুু বুধবার সকালে মাসুদ নামের যে ছেলেটি মারপিট করেছে মূলত সে টাকার অংক বাড়ানোর জন্য চাপ দিচ্ছিল। রেজিস্ট্রি অফিসের ডিলিং অ্যাসিস্টেন্ট ইলিয়াস হোসেন বলেন, এই অফিসে আমরা যারা বাইরের থেকে এসে চাকরি করি তারা খুব বিপদে আছি। মাসুদসহ আশপাশের অনেক মাসুদই আছে, যারা সব সময়ই আমাদের চাঁদার দাবিতে নাজেহাল করে। বাধ্য হয়ে অনেক কিছুই সহ্য করি। ভাই খুবই বিপদে আছি। এর থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজছি। কিন্তু উপায় দেখছি না। তিনি বলেন, চাঁদাবাজরা অনেক ক্ষমতাশালী। নিউজ করলে আবার কোন বিপদে পড়ি, ঠিক নেই। পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির ইনসপেক্টর শেহাবুর রহমান সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযানে আছে। এব্যাপারে জানার জন্য সদর উপজেলা সাব রেজিস্ট্রার শাহাজান আলীর নাম্বারে কয়েকবার রিং করা হয়। কিন্তু তিনি রিসিভ করেননি যার কারনে তার বক্তব্য নেওয়া যায়নি। রেজিষ্ট্রি অফিসে চাঁদাবাজি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একটি সন্ত্রাসী বাহিনী এখানে দলিল লেখকদের জিম্মি করে প্রতিমাসে টাকা আদায় করে থাকেন।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here