চালুয়াহাটী ইউনিয়নে জঙ্গি, মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনু্ষ্ঠিত

0
346

উত্তম চক্রবর্তী,মনিরামপুর(যশোর)অফিস : যশোর জেলার মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকাররম হোসেন বলছেন, মাদক ও সন্ত্রাসের সাথে কোনো প্রকার আপোষ নেই, অপরাধী যত বড় নেতা হোক বা যেদলেরী হোক না কেন এমনকি প্রশাসনের লোক হলেও ছাড় হবে না৷ মাদক যুব সমাজকে ধংস করে, ভালো মানুষকে খারাব পথে আনে আর সন্ত্রাস দেশে অরাজকতা সৃষ্টি করে, মাদক ও সন্ত্রাস ছাড়ুন সোজা পথে চলুন৷
মঙ্গলবার বিকালে মণিরামপুর উপজেলার ১১ নং চালুয়াহাটী ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জঙ্গি, মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন৷
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আকরাম হোসেন চৌধুরী,ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২,সাংবাদিক শহীদুল ইসলাম মিলন৷
এসময় আরো উপস্থিত ছিলেন,মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান খান,চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক প্রভাষক আবুল হাসান,আওয়ামী লীগের নেতা মাষ্টার ইব্রাহিম সরদার,ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সস্পাদক ফজলুর রহমান,ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল হাই,চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম টুলু,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেম্বার আমজাদ আলী খান,সাধারণ সস্পাদক আরশাফুল ইসলাম,আওয়ামী লীগের তরুন নেতা শরিফুল ইসলাম চাকলাদার,ইউপি সদস্য জি.এম মশিউর রহমান,ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাজু আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মিসহ সূধী সমাজ ও এলাকার সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন৷অনুষ্ঠানটি পরিচালনা করেন,ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ফিরোজ আহমেদ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here