চীন ও পাকিস্তানের মাঝে ঢুকে মোক্ষম চাল নরেন্দ্র মোদির

0
344

ম্যাগপাই নিউজ ডেস্ক : গত প্রায় একযুগ ধরে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। সেদেশে নিজেদের প্রভাব বিস্তার করতে পাকিস্তানের হাত ধরেছিল চীন। কূটনৈতিক মহলের ধারণা, এবার আফগানিস্তান ইস্যুতে চীন ও পাকিস্তানের মাঝে ঢুকে একটি মোক্ষম চাল চাললেন নরেন্দ্র মোদি।

এবার চীনে বসে পাকিস্তানকে চাপে ফেলে দিল ভারত। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করাতে এবার একযোগে কাজ করবে ভারত-চীন। ২ দিনের চীন সফরের শেষ দিনে গত শনিবার একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় এই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে।

এদিন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মোদী বলেন, ভারত ও চীন আফগানিস্তানকে অর্থনৈতিক ভাবে উঠে দাঁড়াতে সাহায্য করতে পারে। তার এই প্রস্তাব চীনা প্রেসিডেন্ট মেনে নিয়েছেন বলে ভারতের বিদেশমন্ত্রালয়ের তরফে জানানো হয়েছে।

নিজেদের মাটিতে পাকিস্তানের কার্যকলাপ নিয়ে প্রথম থেকেই কথা তুলেছে আফগান প্রশাসন। সেই সঙ্গে সেখানে চীনের প্রভাব বিস্তার নিয়েও সরব হয়েছিল কাবুল। কূটনৈতিক মহলের ধারণা, প্রভাব থাকলেও, এবার ভারতকে সঙ্গী করে এবার উন্নয়নের কাজ করবে চীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here