চেনা প্রতিপক্ষ বলেই আত্মবিশ্বাসী বাংলাদেশ

0
303

নিজস্ব প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে সুপার টুয়েলভ মিশন শুরু করবে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে লঙ্কানরা খুব চেনা প্রতিপক্ষই বাংলাদেশের। কারণ তাদের বিপক্ষে তিন ফরম্যাটেই নিয়মিত খেলে থাকে বাংলাদেশ। তাই বিশ্বকাপের মঞ্চে লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ।

নিজেদের ভারসাম্যপূর্ণ দল আর কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে প্রথম ম্যাচে ভালো কিছু করতে মুখিয়ে আছে লাল-সবুজের দল। আজ শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

সুপার টুয়েলভের প্রথম ম্যাচ নিয়ে ডমিঙ্গা বলেন, ‘গত কয়েক মাসে শ্রীলঙ্কার বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি আমরা। ওদের বিপক্ষে ওয়ানডে ও টেস্টে আমাদের ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এ ছাড়া আমাদের অভিজ্ঞ বোলার এবং কিছু তারকা ব্যাটারসহ ভারসাম্যপূর্ণ দল রয়েছে। সাকিবের মতো বিশ্বমানের অলরাউন্ডার আমাদের আছে। একই সঙ্গে ঢাকার উইকেটের মতোই শারজাহর উইকেট। আশা করি আগামীকালের ম্যাচে এসব আমাদের সহায়তা করবে।’

বাছাই পর্বে বাংলাদেশের ব্যাটাররা খুব একটা ভালো করেনি। তবে বোলিং বিভাগ নিয়ে বেশ সন্তুষ্ট বাংলাদেশ কোচ, ‘আসলে প্রতিটি বিভাগেই উন্নতির জায়গা থাকে। ব্যাট হাতে আমাদের শুরুতে, মাঝখানে ও শেষেও খুব একটা ক্লিক করেনি। তবে বোলাররা যেভাবে এগিয়ে নিয়েছে তাতে আমরা খুশি। সামনে ভালো খেলা আশা করছি।’

আর মাঠের বাইরের সমালোচনা নিয়ে কোচ বলেন, ‘আমি শুধু ক্রিকেটে ফোকাস করতে এসেছি। দলের বাইরে কী বলা হলো, তা নিয়ে আমি খুব বেশি উদ্বিগ্ন হতে পারি না। আমার ফোকাস হল, আগামীকালের জন্য দলকে মানসিক এবং শারীরিকভাবে ভালোভাবে প্রস্তুত করা। আপনি যখন বাংলাদেশের হয়ে খেলছেন, তখন ভালো না করতে পারলে সব সময়ই সমালোচনার মুখে পড়তে হবে। এটা আন্তর্জাতিক খেলার অংশ।’

আগামীকাল রোববার সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শারজাহতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।