চৌগাছায় ঘূর্নীঝড় আম্পানে নিহতদের পরিবার পেলেন ৫০ হাজার টাকার চেক

0
676

জিয়াউর রহমান রিন্টু

যশোরের চৌগাছায় ঘূর্নীঝড় আম্পানে নিহতদের পরিবার পেল ৫০ হাজার টাকা অনুদান।
শনিবার সকাল সাড়ে ১১ টায় যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালযয়ের এই চেক ক্ষতিগ্রস্ত পরিবারের জীবিত ছেলে আলামিনের হাতে উঠিয়ে দেন। এর আগে তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ ড. মুস্তানিছুর রহমান, নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, ওই ওয়ার্ডের কাউন্সিলর শাহিনুর রহমান শাহীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য বুধবার রাতে আম্পানের হিংস্র ছোবলে ঘুমের মধ্যেই প্রাণ হারান চৌগাছা পৌরসভার ৯ নং ওয়ার্ডের হুদোপাড়া গ্রামের মা চায়না বেগম ও ছোট্ট মেয়ে রাবেয়া। আঁঘাতপ্রাপ্ত হয় ছেলে আলামিন। পরবর্তীতে আলামিন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে আসেন।
তবে জেলা প্রশাশক শফিউল আরিফ আঘাতপ্রাপ্ত আলামিনের আরো উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে উপজেলা নিবার্হী কর্মকর্তা জাহিদুল ইসলামকে নির্দেশ দেন।
এছাড়াও ক্ষতিগ্রস্ত এই পরিবারকে একটি বাড়ি করে দেওয়া হবে বলেও জানান উপজেলা নিবার্হী কর্মকর্তা জাহিদুল ইসলাম।