চৌগাছায় “ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার” শ্লোগানে ভ্রাম্যমান মেডিকেল টিমের উদ্বোধন

0
307

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

“ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার” শ্লোগান সামনে রেখে করোনা ভাইরাসকালে সাধারণ রোগীদের চিকিৎসা দিতে যশোরের চৌগাছায় ভ্রাম্যমান মেডিকেল টিমের উদ্বোধন করা হয়েছে। যশোর-২ অঅসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিনের উদ্যোগে এই মেডিকেল টিম গঠন করা হয়েছে। বৃহস্পতিবার থেকে এই মেডিকেল টিম উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে সাধারণ রোগীদের চিকিৎসা প্রদান করবে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় চৌগাছা ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ভ্রাম্যমান মেডিকেল টিমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মেস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.লুৎফুন্নাহার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জগদীশপুর ইউপি চেয়ারম্যান তবিবর রহমান খান এবং এস এম সাইফুর রহমান বাবুল, চৌগাছা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জিয়াউর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম হোসাইন এবং সাধারণ সম্পাদক বিএম শফিকুজ্জামান রাজুসহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।