চৌগাছায় বন্দুকযুদ্ধে নিহতর পরিচয় মিলেছে

0
374

চৌগাছা প্রতিনিধি : যশোরে চৌগাছায় দু’দল সন্ত্রাসীর কথিত বন্দুকযুদ্ধে নিহতর পরিচয় মিলেছে। নিহত শাহিনুর রহমান শাহীন (৩৫) হত্যা মামলার আসামী আসামি। মঙ্গলবার ভোরে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের নিমতলা নামক স্থানে বন্দুক যুদ্ধে তিনি নিহত হন। পুলিশ নিহত সন্ত্রাসীর লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতামর্গে পাঠান। তার মা সুফিয়া বেগম হাসপাতাল মর্গে পরিচয় নিচ্চিত করেছে৷ কোতয়ালী থানা পুলিশ ময়না তদন্ত শেষে মঙ্গলবার বিকালে দাফনের জন্য তার মা সুফিয়া বেগমের নিকট হস্তান্তর করে৷ পুলিশ জানায় নিহত সন্ত্রাসী সদর উপজেলার আলামনগর গ্রামের মৃৃত তোফাজ্জে হোসেনের ছেলে৷ ও একই এলাকার রমজান মহরী হত্যা মামলার আসামী৷
চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, মঙ্গলবার ভোররাতে তারা খবর পান ফুলসারা ইউনিয়নের নিমতলা এলাকায় দু’দল সন্ত্রাসী গোলাগুলি করছে। এ খবরের ভিত্তিতে তারা ওই এলাকায় অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত নামা এক সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধারের দাবি পুলিশের। তবে তার নাম-পরিচয় এখনও জানান যায়নি। তার শরিলে মেটে কালারের গেন্জি ও নিল খয়েরি চেক লুঙ্গী পারা আছে৷ মঙ্গলবার বিকালে তার মা সুফিয়া বেগম তার পরিচয় নিচ্চিত করেন৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here